TRENDING:

CV Anand Bose: রাজভবনের দোতলায় আর ‘ঢুকতে পারবে না’ কলকাতা পুলিশ! নতুন নিয়ম চালু করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

Last Updated:

ইতিমধ্যেই দুর্গাপুজো উপলক্ষে ‘দুর্গা ভারত সম্মান’ দেওয়ার কথা ঘোষণা করেছেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিভিন্ন ক্যাটেগরিতে এই সম্মান দেওয়া হবে বলে রাজভবনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। বিশেষত, বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই স্বীকৃতি দেওয়া হবে বলে জানা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যপালের কাজে নজরদারির অভিযোগ৷ আর সেই অভিযোগের ভিত্তিতেই বড় সিদ্ধান্ত নিল রাজভবন৷ যদিও এ নিয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি রাজভবনের তরফে৷ তবে জানা গিয়েছে, এবার থেকে রাজভবনের দোতলায় আর রাখা হবে না কলকাতা পুলিশের কোনও নিরাপত্তারক্ষী কিংবা কনস্টেবলকে৷
advertisement

রাজভবনের ফার্স্ট ফ্লোর অর্থাৎ, দ্বিতীয় তলায় রাজ্যপালের অফিস এবং সচিবালয়। রাজভবন সূত্রে খবর, সেই ফার্স্ট ফ্লোরের যাবতীয় কাজ থেকেই অব্যাহতি দেওয়া হচ্ছে কলকাতা পুলিশকে। বৃহস্পতিবার থেকেই সেই নির্দেশিকা কার্যকর হয়েছে রাজভবনে।

জানা গিয়েছে, এবার থেকে কলকাতা পুলিশের বদলে ফার্স্ট ফ্লোরের নিরাপত্তার যাবতীয় কাজ সামলাবে সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনী। তার পরিবর্তে রাজভবনের গ্রাউন্ড ফ্লোর পর্যন্তই থাকবে কলকাতা পুলিশ।

advertisement

আরও পড়ুন: ধূপগুড়ি নিয়ে অবশেষে কাটল জট, রাজভবনে শপথগ্রহণে আপাতত সায় রাজ্য সরকারের

সূত্রের খবর, কলকাতা পুলিশের কোন কোন কনস্টেবল বা নিরাপত্তারক্ষী রাজভবনের ফার্স্ট ফ্লোরে কাজ করেন, সেই সম্পর্কে তথ্যও কলকাতা পুলিশের কাছ থেকে জানতে চেয়েছে রাজভবন। যদিও এই বিষয় নিয়েও কলকাতা পুলিশের তরফেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বর্তমানে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনী বা সিআরপিএফের হাতে রয়েছে। এবার তার সঙ্গে রাজভবনের ফার্স্ট ফ্লোরেরও নিরাপত্তার দায়িত্ব সামলাবে সিআরপিএফ-ই।

advertisement

ইতিমধ্যেই দুর্গাপুজো উপলক্ষে ‘দুর্গা ভারত সম্মান’ দেওয়ার কথা ঘোষণা করেছেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিভিন্ন ক্যাটেগরিতে এই সম্মান দেওয়া হবে বলে রাজভবনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। বিশেষত, বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই স্বীকৃতি দেওয়া হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: দুর্গাপুর-আসানসোল যেতে কত ভাড়া পড়বে পটনা-হাওড়া বন্দেভারতে? এক ঝলকে দেখে নিন গোটা ফেয়ার চার্ট

advertisement

কোনও ব্যক্তি বিশেষ বা নাগরিক সমাজ বা কোনও প্রতিষ্ঠান রাজভবনের এই সম্মাননা জন্য মনোনয়ন করতে পারেন। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন করা যাবে বলেও রাজভবনের তরফে জানানো হয়েছে। পুরস্কার মূল্য হিসেবে এক লক্ষ, ৫০ হাজার ও ২৫ হাজার টাকা দেওয়ার কথাও ঘোষণা করেছে রাজভবন। একদিকে যেমন রাজভবনের তরফে এই ঘোষণা করা হয়েছে৷ অন্যদিকে, কলকাতা পুলিশ নিয়েও এবার বড়সড় সিদ্ধান্ত নিল রাজ ভবন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/কলকাতা/
CV Anand Bose: রাজভবনের দোতলায় আর ‘ঢুকতে পারবে না’ কলকাতা পুলিশ! নতুন নিয়ম চালু করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল