TRENDING:

Gopal Dalapati Haimanti Ganguly: গোপাল-হৈমন্তীর ফ্ল্যাটের আবর্জনায় বিরাট সূত্র পেল সিবিআই! নিয়োগ দুর্নীতিতে বড় পর্দাফাঁস

Last Updated:

Gopal Dalapati Haimanti Ganguly: সিবিআই সূত্রে খবর, চাকরি প্রাথীদের সঙ্গে এজেন্ট - সাব এজেন্ট মারফত যোগাযোগ হওয়াতে অনেকেই চেনে না আরমান গঙ্গোপাধ্য়ায় ওরফে গোপাল দলপতিকে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অর্পিতা হাজরা, কলকাতা: গোপাল দলপতি- হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়ের ফ্ল্যাটের আবর্জনা থেকে উদ্ধার যে  ২০১৪ টেট পাস নট ইনক্লুডড চাকরি প্রার্থীদের লিস্ট, তাঁরা এবার সিবিআইয়ের স্ক্যানারে। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। যাঁদের নাম রোল নম্বর চিরকুট বা কাগজে পেনের কালিতে লেখা তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করবে সিবিআই।
গোপাল হৈমন্তীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
গোপাল হৈমন্তীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
advertisement

সিবিআই সূত্রে খবর, চাকরি প্রাথীদের সঙ্গে এজেন্ট - সাব এজেন্ট মারফত যোগাযোগ হওয়াতে অনেকেই চেনে না আরমান গঙ্গোপাধ্য়ায় ওরফে গোপাল দলপতিকে । ফলে অনেক চাকরি প্রাথী যাঁরা চাকরি পেয়েছেন বা যাঁরা চাকরি পাননি, তাঁরা অনেকেই জানতেন না সুপারিশের নথি কার কাছে যাচ্ছে। সিবিআইয়ের নজর এবার সেই সব চাকরি প্রার্থীদের উপর।

advertisement

আরও পড়ুন: আর রইল না কিছু, সব শেষ! গুরুত্বপূর্ণ পদ থেকে চিরতরে মুছে গেল পার্থ চট্টোপাধ্যায়ের নাম!

কোন কোন এজেন্ট যোগাযোগ করেছিল চাকরি প্রাথীদের সঙ্গে? গোপাল - হৈমন্তীর ফ্ল্যাটর আবর্জনায় উদ্ধার ২০১৪ টেট পাস ক্যান্ডিডেট লিস্ট বা চিরকুটে লেখা ক্যান্ডিডেট নাম রোল নথি নিয়ে সিবিআই এবারে বয়ান রেকর্ড করবে। চাকরি প্রাথীদের তালিকা নিয়ে ক্রমেই রহস্য ঘনীভূত।কুন্তল ঘোষ বার বার অভিযোগ করেছেন, নিয়োগ দুর্নীতি টাকা নিয়েছেন গোপাল দলপতি। তাঁর স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নামও শোনা গিয়েছে কুন্তলের মুখে। তাহলে কি সেই অভিযোগ জোরালো হচ্ছে?

advertisement

আরও পড়ুন: ট্রেনের গায়ে সাদা-হলুদ-সবুজ ডোরাকাটা দাগ দেখেন? মানে বুঝলে কত যে সুবিধা, ভাবতে পারবেন না!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নিয়োগ দুর্নীতির টাকা তাহলে গোপাল - হৈমন্তীর কাছে যেত? উঠছে প্রশ্ন। ২০১৪ টেট পাস নন ইনক্লুডেড চাকরি প্রার্থী, তথা ধরনা মঞ্চের সভাপতি অচিন্ত্য ধারা জানান, " হৈমন্তী - গোপালের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া লিস্ট আদতে রেকমেন্ডেশন লিস্ট। এই লিস্ট অনুসারে কয়েকজনের চাকরি হয়েছে। আর কিছু জনের চাকরি হয়নি টাকার অভাবে। এরকম গোপাল -হৈমন্তী খুঁজলে অনেক হৈমন্তীর ফ্ল্যাট থেকেই চাকরি প্রার্থীদের তালিকা মিলবে। যোগ্য প্রাথীদের বদলে অযোগ্য প্রাথীদের চাকরি দেওয়া সিস্টেম হয়ে গিয়েছে। তীব্র নিন্দা করছি।" সব মিলে বলা যায়, নিয়োগ দুর্নীতি মামলায় এবার যেসব চাকরি প্রার্থীদের নাম রোল নম্বর পাওয়া গিয়েছে গোপাল - হৈমন্তী ফ্ল্যাট থেকে, এবার  সেই চাকরি প্রার্থীরাও সিবিআইয়ের স্ক্যানারে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Gopal Dalapati Haimanti Ganguly: গোপাল-হৈমন্তীর ফ্ল্যাটের আবর্জনায় বিরাট সূত্র পেল সিবিআই! নিয়োগ দুর্নীতিতে বড় পর্দাফাঁস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল