Railways: ট্রেনের গায়ে সাদা-হলুদ-সবুজ ডোরাকাটা দাগ দেখেন? মানে বুঝলে কত যে সুবিধা, ভাবতে পারবেন না!
- Published by:Suman Biswas
Last Updated:
Railways: দূরপাল্লার নীল ট্রেনে কোনও কামরার শেষের দিকে নীলের ওপর সাদা ডোরা দেখা যায়। তার মানে কী জানেন? এই দাগের অর্থ হল ওই কামরাটি অসংরক্ষিত যাত্রীদের জন্য।
ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই রেল পরিষেবা উন্নতিকরণের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। সেইসঙ্গে যাত্রীদের জন্য রয়েছে রেলের নানা নিয়মকানুনও।
advertisement
দূরপাল্লার নীল ট্রেনে কোনও কামরার শেষের দিকে নীলের ওপর সাদা ডোরা দেখা যায়। তার মানে কী জানেন? এই দাগের অর্থ হল ওই কামরাটি অসংরক্ষিত যাত্রীদের জন্য। অর্থাৎ, যাঁদের রিজার্ভেশন নেই, তাঁরা ট্রেন ঢোকার সময়ই নজর রাখলে দেখতে পাবেন ওই নীলের ওপর সাদা ডোরার কামরা। সেক্ষেত্রে যাত্রীদের আর জেনারেল কামরা খুঁজতে সময় নষ্ট করতে হবে না।
advertisement
advertisement
advertisement