Railways: ট্রেনের গায়ে সাদা-হলুদ-সবুজ ডোরাকাটা দাগ দেখেন? মানে বুঝলে কত যে সুবিধা, ভাবতে পারবেন না!

Last Updated:
Railways: দূরপাল্লার নীল ট্রেনে কোনও কামরার শেষের দিকে নীলের ওপর সাদা ডোরা দেখা যায়। তার মানে কী জানেন? এই দাগের অর্থ হল ওই কামরাটি অসংরক্ষিত যাত্রীদের জন্য।
1/5
ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই রেল পরিষেবা উন্নতিকরণের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। সেইসঙ্গে যাত্রীদের জন্য রয়েছে রেলের নানা নিয়মকানুনও।
ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই রেল পরিষেবা উন্নতিকরণের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। সেইসঙ্গে যাত্রীদের জন্য রয়েছে রেলের নানা নিয়মকানুনও।
advertisement
2/5
দূরপাল্লার নীল ট্রেনে কোনও কামরার শেষের দিকে নীলের ওপর সাদা ডোরা দেখা যায়। তার মানে কী জানেন? এই দাগের অর্থ হল ওই কামরাটি অসংরক্ষিত যাত্রীদের জন্য। অর্থাৎ, যাঁদের রিজার্ভেশন নেই, তাঁরা ট্রেন ঢোকার সময়ই নজর রাখলে দেখতে পাবেন ওই নীলের ওপর সাদা ডোরার কামরা। সেক্ষেত্রে যাত্রীদের আর জেনারেল কামরা খুঁজতে সময় নষ্ট করতে হবে না।
দূরপাল্লার নীল ট্রেনে কোনও কামরার শেষের দিকে নীলের ওপর সাদা ডোরা দেখা যায়। তার মানে কী জানেন? এই দাগের অর্থ হল ওই কামরাটি অসংরক্ষিত যাত্রীদের জন্য। অর্থাৎ, যাঁদের রিজার্ভেশন নেই, তাঁরা ট্রেন ঢোকার সময়ই নজর রাখলে দেখতে পাবেন ওই নীলের ওপর সাদা ডোরার কামরা। সেক্ষেত্রে যাত্রীদের আর জেনারেল কামরা খুঁজতে সময় নষ্ট করতে হবে না।
advertisement
3/5
ঠিক একইভাবে দূরপাল্লার নীল ট্রেনের কোনও কামরার শেষের অংশে নীলের ওপর হলুদ ডোরা দেখা যায়। নীলের ওপর হলুদ ডোরা কাটার অর্থ ওই কামরা অসুস্থ বা বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য। মানে ওই কামরায় তাঁদের জন্য সমস্ত রকম সুযোগ সুবিধা আছে।
ঠিক একইভাবে দূরপাল্লার নীল ট্রেনের কোনও কামরার শেষের অংশে নীলের ওপর হলুদ ডোরা দেখা যায়। নীলের ওপর হলুদ ডোরা কাটার অর্থ ওই কামরা অসুস্থ বা বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য। মানে ওই কামরায় তাঁদের জন্য সমস্ত রকম সুযোগ সুবিধা আছে।
advertisement
4/5
আবার লোকাল ট্রেনের ক্ষেত্রে মুম্বইতে দেখা যায় ধূসরের ওপর সবুজ ডোরা। এর মানে হল ওই কামরাটি শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লোকাল ট্রেনের কামরায় কালো ডোরাও অনেক সময় মহিলা কামরা বোঝাতে ব্যবহার করা হয়।
আবার লোকাল ট্রেনের ক্ষেত্রে মুম্বইতে দেখা যায় ধূসরের ওপর সবুজ ডোরা। এর মানে হল ওই কামরাটি শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লোকাল ট্রেনের কামরায় কালো ডোরাও অনেক সময় মহিলা কামরা বোঝাতে ব্যবহার করা হয়।
advertisement
5/5
এছাড়াও ইএমইউ বা মেমু ট্রেনে লাল ডোরা কাটা দাগও দেখা যায়। এই লাল ডোরার অর্থ ওই কামরাটি ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট বা প্রথম শ্রেণির কামরা।
এছাড়াও ইএমইউ বা মেমু ট্রেনে লাল ডোরা কাটা দাগও দেখা যায়। এই লাল ডোরার অর্থ ওই কামরাটি ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট বা প্রথম শ্রেণির কামরা।
advertisement
advertisement
advertisement