রবিবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে ১৭ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সোনা উদ্ধার করতে হবে, তাই অভিযুক্তকে হেফাজতে নেওয়া দরকার। এই আবেদন করা হয় পুলিশের তরফে। গত জুন মাসে সোনা ও মেকিং চার্জ দিয়ে গৌতমকে গয়না তৈরি করে দিতে বলেছিলেন স্বর্ণ ব্যবসায়ী।
আরও পড়ুন: পূর্বজন্মের প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা! বুঝবেন কী ভাবে? জ্যোতিষের এই ১০ লক্ষণই সব বলে দেবে
advertisement
সোনা হাতে পেয়েই চম্পট দিয়েছিলেন গৌতম ও তাঁর ভাই উত্তম। এই ঘটনায় উত্তম আগে গ্রেফতার হন। বর্তমানে ব্যারাকপুর কমিশনারেট উত্তমকে একটি চুরির মামলায় শৌন অ্যারেস্ট করেছিল, বর্তমানে জেল হেফাজতে রয়েছে উত্তম।
আরও পড়ুন: ৭ লক্ষণ: বলে দিতে পারে শরীরে ক্যালশিয়ামের অভাব হচ্ছে কি না, বড় বিপদে পড়ার আগে জানুন
প্রসঙ্গত থানায় অভিযোগ দায়ের হওয়ার পর বিচার ভবনে আগাম জামিনের আবেদন করেছিলেন গৌতম গড়াই। গত বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এরপর শনিবার রাতে গ্রেফতারি।
অমিত সরকার