TRENDING:

স্বর্ণ ব্যবসায়ীকে মারধর, বাকিদেরও মারার নির্দেশ বিডিওর! নিউটাউন খুনে শিউরে ওঠা ভিডিও এল গোয়েন্দাদের হাতে

Last Updated:

ভয়াবহ সেই ভিডিও বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশের হাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিডিওতে দেখা যাচ্ছে বিডিও নিজে মারধর করছে এবং বাকিরা ও বেধড়ক মারধর করছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা:  স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় সামনে এল শিউরে ওঠা ভিডিও ফুটেজ৷ বিডিওর গাড়ি চালক রাজু ঢালীর মোবাইল ফোন থেকে উদ্ধার হল ফুটেজ। ভয়াবহ সেই ভিডিও বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশের হাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিডিওতে দেখা যাচ্ছে বিডিও নিজে মারধর করছে এবং বাকিরা ও বেধড়ক মারধর করছে।
স্বর্ণ ব্যবসায়ীকে মারধর, বাকিদেরও মারার নির্দেশ বিডিওর! নিউটাউন খুনে শিউরে ওঠা ভিডিও এল গোয়েন্দাদের হাতে
স্বর্ণ ব্যবসায়ীকে মারধর, বাকিদেরও মারার নির্দেশ বিডিওর! নিউটাউন খুনে শিউরে ওঠা ভিডিও এল গোয়েন্দাদের হাতে
advertisement

ভিডিও-তে দেখা গিয়েছে বিডিও স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করে যে মুহূর্ত ক্লান্ত হয়ে গিয়েছে সামনে চেয়ার নিয়ে বাকিদেরকে মারার নির্দেশ দিচ্ছে। এবং বলছে মারা গেলে দেখে নেবে বুঝে নেবে। সেই ভিডিওতে মারধর এবং বিডিও প্রশান্ত বর্মনের অডিও একেবারে পরিষ্কার শোনা যাচ্ছে৷ ইতিমধ্যেই বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ সেই ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে।

advertisement

আরও পড়ুন: সহ অভিনেত্রীর সঙ্গে পরকীয়া, অবৈধ সন্তান….বিবাহিত থাকাকালীনই ‘CID’-র দয়ার ছিল ‘গোপন প্রেম’? ফাঁস হতেই কী বলেছিলেন অভিনেতা

আরও পড়ুন: গালাগালি, এমনকী জুতো তোলা হয়েছে! পরিবার ত্যাগ করে বিস্ফোরক লালু কন্যা! বিদায় রাজনীতিকেও

advertisement

প্রসঙ্গত, গতকালই স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে উদ্ধার করা হয় বিডিওর সেই গাড়ি৷ কলকাতা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে অপর এবং খুনের ব্যবহৃত গাড়িটিকে। ২৮শে অক্টোবর নীল বাতি খুলে ব্যবহার করা হয়েছিল এই গাড়িটিকে।

সেরা ভিডিও

আরও দেখুন
কম পরিশ্রমে,কম খরচে চাষ করুন পারা পাতার, কম সময়ে বিপুল লাভ
আরও দেখুন

সূত্রের খবর অনুযায়ী, বিডিওর গাড়িচালক রাজু ঢালীকে জিজ্ঞাসাবাদ করার পরেই এই গাড়ির হদিশ পায় পুলিশ৷ এই নীল বাতি গাড়িতে করেই দেহ ফেলা হয়েছিল বলে আগেই জানা যায়৷ এবার সেই গাড়িটি উদ্ধার করল গোয়েন্দা শাখার পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
স্বর্ণ ব্যবসায়ীকে মারধর, বাকিদেরও মারার নির্দেশ বিডিওর! নিউটাউন খুনে শিউরে ওঠা ভিডিও এল গোয়েন্দাদের হাতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল