স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, বুধবার বিকেল চারটেয় গিরিশ পার্কের মধু রায় লেনের বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। তারপরেই গিরিশ পার্ক মেট্রো স্টেশনের পাশের এক পরিত্যক্ত বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অস্বাভাবিক মৃত্যর মামলা রুজু হয়েছে। কী কারণে এমন এক ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন– কলকাতায় মরশুমের শীতলতম দিন, আজ থেকেই ঠান্ডা রাজ্যে ! কতটা নামবে পারদ, জেনে নিন
advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, বিকেল থেকে ফোন করে যাচ্ছিলেন যুবকের বাবা মা। কিন্তু ফোন ধরছিল না ছেলে। ফোনে না পেয়ে অবশেষে গিরিশ পার্কের বাড়িতে গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত দেহ দেখতে পায়। পরে রাতে দেহ উদ্ধার করে গিরিশ পার্ক থানার পুলিশ। যুবকের কাছ থেকে পাওয়া ট্যাবে লেখা ছিল Lost। কী কারণে এমনটা ঘটাল তা জানে না বাবা-মাও। তবে পরিবারের তরফে সোমাদিত্যের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
