TRENDING:

গিরিশ পার্কের বাড়ি থেকে উদ্ধার ট্রেনি-পাইলটের ঝুলন্ত দেহ... ট‍্যাবের পিছনে শেষ লেখা 'LOST'

Last Updated:

স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, বুধবার বিকেল চারটেয় গিরিশ পার্কের মধু রায় লেনের বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। তারপরেই গিরিশ পার্ক মেট্রো স্টেশনের পাশের এক পরিত্যক্ত বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দক্ষিণ আফ্রিকায় পাইলট প্রশিক্ষণ নেওয়া এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য গিরিশ পার্কে। বুধবার রাতে এই ঘটনা ঘটেছে। কিছুদিন আগেই দেশে ফিরেছিলেন সৌমাদিত্য কুন্ডু। সাউথ আফ্রিকাতে গত এক বছর ধরে পাইলট ট্রেনিং নিচ্ছিলেন তিনি। তারপরেই এই ঘটনা।
গিরিশ পার্কের বাড়ি থেকে উদ্ধার ট্রেনি-পাইলটের ঝুলন্ত দেহ
গিরিশ পার্কের বাড়ি থেকে উদ্ধার ট্রেনি-পাইলটের ঝুলন্ত দেহ
advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, বুধবার বিকেল চারটেয় গিরিশ পার্কের মধু রায় লেনের বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। তারপরেই গিরিশ পার্ক মেট্রো স্টেশনের পাশের এক পরিত্যক্ত বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অস্বাভাবিক মৃত্যর মামলা রুজু হয়েছে। কী কারণে এমন এক ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন– কলকাতায় মরশুমের শীতলতম দিন, আজ থেকেই ঠান্ডা রাজ্যে ! কতটা নামবে পারদ, জেনে নিন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
২ ফুটের ‘জায়েন্ট রোল’ তাও মাত্র ৫০ টাকায় ! জানেন কোথায় পাবেন?
আরও দেখুন

পরিবার সূত্রে জানা গিয়েছে, বিকেল থেকে ফোন করে যাচ্ছিলেন যুবকের বাবা মা। কিন্তু ফোন ধরছিল না ছেলে। ফোনে না পেয়ে অবশেষে গিরিশ পার্কের বাড়িতে গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত দেহ দেখতে পায়। পরে রাতে দেহ উদ্ধার করে গিরিশ পার্ক থানার পুলিশ। যুবকের কাছ থেকে পাওয়া ট্যাবে লেখা ছিল Lost। কী কারণে এমনটা ঘটাল তা জানে না বাবা-মাও। তবে পরিবারের তরফে সোমাদিত্যের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
গিরিশ পার্কের বাড়ি থেকে উদ্ধার ট্রেনি-পাইলটের ঝুলন্ত দেহ... ট‍্যাবের পিছনে শেষ লেখা 'LOST'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল