অন্যদিকে, আজ শহরে ডিজেল লিটার প্রতি ৭১ টাকা ৯৪ পয়সা ৷ কালকের থেকে ডিজেলের দাম বাড়ল ২২ পয়সা ৷ সোমবার কলকাতায় ডিজেলের দাম ছিল ৭১ টাকা ৭২ পয়সা। রবিবার ছিল ৭১ টাকা ৬৯ পয়সা।
আরও পড়ুন: ভাড়াবৃদ্ধির দাবিতে ১৮, ১৯ ও ২০ জুন কলকাতায় ট্যাক্সি ধর্মঘট
ইতিমধ্যেই অগ্নিমূল্য জ্বালানির জেরে পুড়ছে বাজার ৷ পেট্রোপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে ও ভাড়াবৃদ্ধির দাবিতে ১৮, ১৯ ও ২০ জুন কলকাতায় ট্যাক্সি ধর্মঠকের ডাক দিয়েছে ট্যাক্সি সংগঠনগুলি ৷ মধ্যবিত্তের ভাঁড়ারেও পড়ছে টান ৷ সবজি, মাছ, মাংস, ফলে হাত ঠেকানো যাচ্ছে না ৷ তড়তড়িয়ে বেড়েছে আলুর দামও ৷ ইতিমধ্যেই আলুর দামে রাশ টানতে মুখ্যমন্ত্রীর নির্দেশে দুপুরে খাদ্য ভবনে বৈঠকে বসছেন কৃষি বিপণনমন্ত্রী তপন দাশগুপ্ত। বৈঠকে থাকবেন আলু ব্যবসায়ী সমিতি ও হিমঘরের মালিকরা। থাকবেন কৃষি দফতরের সচিবরাও। এই পরিস্থিতিতে ফড়েরা যাতে মাথাচাড়া না দিতে পারে সেদিকেও নজর রাখছে সরকার ৷
advertisement
আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ মমতার