শুধু তাই নয়, ফিরহাদের দাবি, ''ভোটের এক বছর পর যখন বিজেপি কর্মীরা ঘরে ফিরতে চাইছে তাদের অভিযোগ যে তার পরেও তাদের মাঠে থাকতে হচ্ছে এই বিষয়ে বলেন, এটা হচ্ছে বিজেপি-র একটা নাটক আর সেই নাটকটি হল পশ্চিমবঙ্গে এরকম কেউ নেই যে ঘর ছাড়া হয়ে রয়েছে। অন্য কোনও ক্রিমিনাল রেকর্ড ঘরছাড়া থাকলে সেটা আলাদা বিষয়। কিন্তু কোন রাজনৈতিক কর্মী ঘরছাড়া হয়ে রয়েছে। এটা বাংলায় নেই।''
advertisement
আরও পড়ুন: তৃণমূল বিধায়ক পরেশ পালকে তলব সিবিআই-এর, বুধবার দিতে হবে হাজিরা
এদিকে, এবার তৃণমূল বিধায়ক পরেশ পালকে ডেকে পাঠালো সিবিআই৷ ভোট পরবর্তী হিংসার ঘটনায় আগামী বুধবার পরেশ পালকে তলব করা হয়েছে৷ বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে খুনের ঘটনায় তলব করা হয়েছে বেলেঘাটার তৃণমূল বিধায়ককে৷
আরও পড়ুন: দিঘায় ফের প্রাণ কেড়ে নিল কাঁকড়া? পর্যটকের মৃত্যু ঘিরে তুমুল আতঙ্ক
ভোট পরবর্তী হিংসার বিভিন্ন ঘটনার সঙ্গে বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে হত্যার অভিযোগেরও তদন্ত শুরু করেছে সিবিআই৷ নিহতের দাদা বিশ্বজিৎ সরকার বার বারই এই ঘটনায় পরেশ পাল জড়িত বলে অভিযোগ করেছেন৷ এই অভিযোগ তুলে কয়েকদিন আগে তিনি সিবিআই দফতরের বাইরে ধর্নাতেও বসেছিলেন৷