TRENDING:

Firhad Hakim: ভোট পরবর্তী হিংসা নিয়ে ফিরহাদের নয়া দাবি, ক্ষোভে ফুঁসছে বিজেপি

Last Updated:

Firhad Hakim: এবার তৃণমূল বিধায়ক পরেশ পালকে ডেকে পাঠালো সিবিআই৷ ভোট পরবর্তী হিংসার ঘটনায় আগামী বুধবার পরেশ পালকে তলব করা হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভোট-পরবর্তী হিংসায় মৃত্যু হয়েছিল বিজেপি কর্মী অভিজিৎ সরকারের। ওই মামলায় বেলেঘাটার বিধায়ক পরেশ পালকে সিবিআই তলব করেছে। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ''কোর্ট একটা উদ্দেশ্য নিয়ে তদন্ত করতে নির্দেশ দিয়েছে, যাতে সত্য উদঘাটিত হয়। কিন্তু যখন সেটা সিবিআইয়ের হাতে যায়, বলা হয় যে কেন আমরা সিবিআই এর বিরোধিতা করছি? আমরাও তো চাই যে দোষীদের শাস্তি হোক। কিন্তু যখন পলিটিক্যাল নেতাদের দ্বারা সিবিআইকে চালনা করা হয়। আমরা সেটাই বিরোধিতা করছি। ভোট পরবর্তী হিংসা হতেই পারে, কিন্তু যখন পলিটিক্যাল নেতা-নেত্রীদের ধরে টানাটানি করা হয়, নিশ্চিত ভাবে আমাদের আপত্তি থাকে।''
ফিরহাদের নতুন তত্ত্ব
ফিরহাদের নতুন তত্ত্ব
advertisement

শুধু তাই নয়, ফিরহাদের দাবি, ''ভোটের এক বছর পর যখন বিজেপি কর্মীরা ঘরে ফিরতে চাইছে তাদের অভিযোগ যে তার পরেও তাদের মাঠে থাকতে হচ্ছে এই বিষয়ে বলেন, এটা হচ্ছে বিজেপি-র একটা নাটক আর সেই নাটকটি হল পশ্চিমবঙ্গে এরকম কেউ নেই যে ঘর ছাড়া হয়ে রয়েছে। অন্য কোনও ক্রিমিনাল রেকর্ড ঘরছাড়া থাকলে সেটা আলাদা বিষয়। কিন্তু কোন রাজনৈতিক কর্মী ঘরছাড়া হয়ে রয়েছে। এটা বাংলায় নেই।''

advertisement

আরও পড়ুন: তৃণমূল বিধায়ক পরেশ পালকে তলব সিবিআই-এর, বুধবার দিতে হবে হাজিরা

এদিকে, এবার তৃণমূল বিধায়ক পরেশ পালকে ডেকে পাঠালো সিবিআই৷ ভোট পরবর্তী হিংসার ঘটনায় আগামী বুধবার পরেশ পালকে তলব করা হয়েছে৷ বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে খুনের ঘটনায় তলব করা হয়েছে বেলেঘাটার তৃণমূল বিধায়ককে৷

আরও পড়ুন: দিঘায় ফের প্রাণ কেড়ে নিল কাঁকড়া? পর্যটকের মৃত্যু ঘিরে তুমুল আতঙ্ক

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সাবলম্বী হওয়ার প্রবল ইচ্ছাকে কাজে লাগিয়ে এই গৃহলক্ষ্মী আজ সফল মৃৎশিল্পী
আরও দেখুন

ভোট পরবর্তী হিংসার বিভিন্ন ঘটনার সঙ্গে বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে হত্যার অভিযোগেরও তদন্ত শুরু করেছে সিবিআই৷ নিহতের দাদা বিশ্বজিৎ সরকার বার বারই এই ঘটনায় পরেশ পাল জড়িত বলে অভিযোগ করেছেন৷ এই অভিযোগ তুলে কয়েকদিন আগে তিনি সিবিআই দফতরের বাইরে ধর্নাতেও বসেছিলেন৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Firhad Hakim: ভোট পরবর্তী হিংসা নিয়ে ফিরহাদের নয়া দাবি, ক্ষোভে ফুঁসছে বিজেপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল