পানিহাটি ও ঝালদাতে কাউন্সিলর খুন প্রসঙ্গে:
এরকম ভাবে আমাদের মেরে মেরে আমাদের শেষ করা যাবে না। আততায়ীরা বারেবারে তৃণমূলের উপর আক্রমণ করে যদি তৃণমূলকে শেষ করতে চায়, তাহলে কোন দিনও শেষ করতে পারবে না। যারা এই কাজ করছে তাদের আমি ধিক্কার জানাই এবং আমি শীঘ্রই বিচার ও তদন্তের দাবি করছি। দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে।
advertisement
ঝালদাতেও একই ঘটনা হয়েছে। যা হয়েছে সেটা অন্যায়। আমি এ বিষয়ে ফোনে কথা বলেছি। অপরাধীদের দ্রুত গ্রেফতার করতে হবে। ঝাড়খণ্ডের বর্ডার থেকে কন্ট্রাক কিলাররা রাজ্যে প্রবেশ করছে। পুলিশকে এই বিষয়ে আরও বেশি সতর্ক হতে হবে এবং দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে।
সম্পূর্ণ তবে ঘটনার তদন্ত হবে কোথা থেকে আগ্নেয়াস্ত্র এলো সে বিষয়ে তদন্ত করতে হবে এবং দোষীদের গ্রেফতার করতে হবে।
এর মধ্যে কোন রাজনৈতিক দল জড়িত আছে কিনা তা বিষয় এখনই বলা যাচ্ছে না। জলা জমি ভরাটের বিরুদ্ধে প্রতিবাদ করাতেই কি পানিহাটি কাউন্সিলরকে খুন হতে হল? এ বিষয়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন, জলা জমি ভরাটের বিরুদ্ধে আমি নিজেও রয়েছি। যেই করে থাকুক না কেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে।
আরও পড়ুন: লন্ডনের টিউব রেলে বাংলার জয়জয়কার, ট্যুইট উচ্ছ্বসিত মমতার
পুরসভার চেয়ারম্যান পদের তালিকা::
পুরসভার চেয়ারম্যান পদ নিয়ে সমস্ত জেলা প্রেসিডেন্টদের সঙ্গে বৈঠক করে নামের তালিকা ঠিক করা হয়ে গেছে। এবার সমস্ত কাউন্সিলরদের নিয়ে বৈঠক করে নাম ঘোষণা করা হবে।
বালিগঞ্জে কেন্দ্রে বাবুল সুপ্রিয়কে বদল করতে হবে ইমামদের দাবি ::
এটা হয় না। এটা নিয়ে দল সিদ্ধান্ত নেবে। আমরা সব ধর্মের সকলকে সম্মান করি। সবাইকে সম্মান দিয়ে সমান অধিকার দিয়ে নিয়ে চলি। রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক ভাবে নেওয়া সেটা ধর্মের ভিত্তিতে নেওয়া হয় না।
আরও পড়ুন: দরজায় কড়া নাড়ছে 'বিপদ', বড় সিদ্ধান্ত নিলেন অনুব্রত মণ্ডল!
আসানসোলে শত্রুঘন সিনহা তৃণমূলের প্রার্থী। বিজেপির দাবি বহিরাগত ::
ভূতের মুখে রাম নাম। বিজেপি বাইরে থেকে এত প্রার্থী নিয়ে এসেছে। তাহলে কেন গুজরাটের ক্যান্ডিডেটকে উত্তর প্রদেশ থেকে দাঁড় করানো হল? বেনারসে কেন গুজরাটের প্রার্থী দাঁড়াল? তাহলে কি উত্তরপ্রদেশে প্রার্থী ছিল না, যে গুজরাট থেকে প্রার্থী আনতে হল!