ফিরহাদ বলেন, ''কী ঘটনা ঘটেছে, সেটা নিয়ে তর্কে যাব না। মীনাদেবী পুরোহিতের মাথায় চোট আছে। এখন সিটি স্ক্যান হবে। মুখ্যমন্ত্রীকে জানিয়েছি এ বিষয়ে, উনিও সুস্থতা কামনা করেছেন। মীনাদেবী পুরোহিতের চিকিৎসার সমস্ত খরচ কলকাতা পুরসভা বহন করবে।''
আরও পড়ুন: মাস্টারস্ট্রোক দিল তৃণমূল, দলের সঙ্গে মিশে যাচ্ছে টিডিএফ! বড় সাফল্য
advertisement
মঙ্গলবার চোট পাওয়ার পর মাথায় গেরুয়া কাপড় চেপে রেখে যন্ত্রণায় কাতরাতে দেখা গিয়েছিল মীনাদেবীকে। তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেন দলীয় কর্মীরা। পরে কাউন্সিলরকে একটি গাড়িতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কী ভাবে তিনি আহত হয়েছেন, তা এখনও পরিষ্কার নয়। তবে এই ঘটনায় পুলিশের দিকে আঙুল তুলেছে গেরুয়া শিবির। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা জানিয়েছেন এই ব্যাপারটিতে তারা নজর রাখছেন।
আরও পড়ুন: বিরাট খবর! পুজোর আগেই জোকা-তারাতলা মেট্রো শুরু, বৃহস্পতিবার থেকেই ট্রায়াল রান
মঙ্গলবার কলেজ স্ট্রিট থেকে বিজেপির একটি মিছিল এগোচ্ছিল নবান্নের উদ্দেশে। সেই মিছিলের নেতৃত্বে ছিলেন দিলীপ ঘোষ। ওই মিছিলেও অশান্তি হয়। কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। লাঠিচার্জ হয়। কয়েকটি দোকানে বিজেপি কর্মীরা ঢুকে পড়েছেন, এই অভিযোগে পুলিশ বেশ কয়েকটি দোকান বন্ধ করে দেয়। ওই সময়ই আহত হন মীনাদেবী।