TRENDING:

Firhad Hakim on Partha Chatterjee: 'এই পার্থদাকে আমি চিনতাম না', আক্ষেপ ফিরহাদের! আয়নার সামনে দাঁড়ান, কটাক্ষ বিরোধীদের

Last Updated:

দুর্নীতি কাণ্ডে যত তৃণমূল নেতাদের নাম জড়াচ্ছে, ততই বিরোধীরা দুর্নীতি ইস্যুতে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতারির পরেই পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করেছিল তৃণমূল কংগ্রেস৷ প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে দূরত্ব তৈরি করেন দলের নেতারাও৷ পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে যেভাবে কোটি কোটি নগদ উদ্ধার হয়েছে, তা দলের ভাবমূর্তি নষ্ট করেছিল বলে যুক্তি দিয়েছিলেন তৃণমূল নেতারা৷
পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে হতাশা ফিরহাদের, কটাক্ষ করলেন সুজন৷
পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে হতাশা ফিরহাদের, কটাক্ষ করলেন সুজন৷
advertisement

এবার রাজ্যের পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম প্রকাশ্যেই দাবি করলেন, পার্থ চট্টোপাধ্যায় যা করেছেন তা সবার কাছে লজ্জার৷ এই পার্থ চট্টোপাধ্যায়কে তিনি চিনতেন না৷ একই সঙ্গে ফিরহাদ দাবি করেছেন, পার্থ চট্টোপাধ্যায়কে বিশ্বাস করে ঠকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন: শুধু 'চাকরি বিক্রি'-ই নয়, 'বদলি বিক্রি'-ও করতেন তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্য়ায়, বলছে ED

advertisement

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়দের মতো নিচু তলার নেতাদের সঙ্গে পার্থর যোগের ইঙ্গিত পেয়েছে ইডি৷ আদালতে সেকথা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ফিরহাদ বলেন, 'কী হয়েছে আমি জানি না৷ তবে যেটা হয়েছে কাম্য না৷ কোর্টে প্রমাণ হয়নি, তবু সত্যিই সত্যিই টাকা নিয়ে চাকরি দেওয়াটা আমাদের প্রত্যেকের কাছে লজ্জার৷ এই পার্থদাকে আমি চিনতাম না৷ এই পার্থদা আমার কাছে নতুন৷ পার্থদার সঙ্গে বহু বছর একসঙ্গে রাজনীতি করেছি৷ স্বপ্নেও ভাবতে পারিনি কেউ টাকা নিয়ে চাকরি দেবেন৷ কারও অধিকার হরণ করে অন্য কাউকে চাকরি দেওয়া হয়ে থাকলে সেটা পাপ, অন্যায়৷'

advertisement

দুর্নীতি কাণ্ডে যত তৃণমূল নেতাদের নাম জড়াচ্ছে, ততই বিরোধীরা দুর্নীতি ইস্যুতে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছে৷ যদিও বিরোধীদের পাল্টা জবাব দিয়ে ফিরহাদ হাকিম বলেন, 'সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিশ্বাস করে ঠকেছেন তিনি৷ চাঁদে দাগ থাকতে পারে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে দাগ থাকতে পারে না৷ তিনি কোনও অন্যায় করতে পারেন না৷ কাউকে বিশ্বাস করাটা তো অপরাধ নয়৷ এত বড় সংগঠনে বিশ্বাস রাখতেই হবে৷'

advertisement

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে এখনই ৩৫০ কোটির হদিশ! ইডি বলছে, শান্তনুর মোবাইল 'সোনার খনি'

যদিও ফিরহাদ হাকিমের এই বক্তব্যকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা৷ সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, 'ফিরহাদ হাকিমকে বলব একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন৷ কী ছিলেন আর কী হয়েছেন৷ কাউকে বিশ্বাস করাটা অপরাধ নয়, কিন্তু বিশ্বাস করে ভাগ নেওয়াটা অপরাধ৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলাশয়ে দেশীয় মাছের শত্রুর হানা! খেয়ে সাবাড় করে দিচ্ছে সমস্ত কিছু
আরও দেখুন

বিজেপি নেতা রাহুল সিনহাও বলেন, য'খন ফিরহাদ হাকিম নারদার টাকা হজম করেছিলেন তখন কি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিলেন? তাহলে ধরে নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সবটা জানতেন৷ আর মুখ্যমন্ত্রীর নাকের ডগায় বসে যদি কেউ এত বড় দুর্নীতি করেন, আর সেটা উনি জানতে না পারেন, তাহলে ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে সরে দাঁড়ানো উচিত৷'

বাংলা খবর/ খবর/কলকাতা/
Firhad Hakim on Partha Chatterjee: 'এই পার্থদাকে আমি চিনতাম না', আক্ষেপ ফিরহাদের! আয়নার সামনে দাঁড়ান, কটাক্ষ বিরোধীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল