চূড়ান্ত ছাড়পত্র পাওয়া রাজ্যের নতুন পাঁচ মেডিক্যাল কলেজ হাসপাতাল হল, উলুবেড়িয়া, আরামবাগ, জলপাইগুড়ি, বারাসত এবং তমলুক। কেন্দ্র এবছরও ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ভর্তির অনুমোদন দিল না। ফলে পূর্বেকার দাবি অনুযায়ী, ৬০০ মোট আসন ৪৭৫০ আসনে ছাত্রছাত্রী ভর্তির সুযোগ অধরা থেকে গেল। গত সপ্তাহের শেষে স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম নিয়ে এখনই আশা ছাড়ছে না রাজ্য।
advertisement
আরও পড়ুন: পুজোর আগে বাংলায় ফের দুর্যোগের পূর্বাভাস, সপ্তাহজুড়ে তুমুল বৃষ্টি জেলায় জেলায়
ওই ১০০ আসনের ছাড়পত্র পেতে ফের আবেদন জানানো হবে কেন্দ্রের কাছে। এছাড়াও বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে বাড়ল ৪৫ টি স্নাতকোত্তর এবং স্নাতকোত্তর উর্ধ মেডিক্যাল আসন। এর মধ্যে এম ডি - এম এস - এর আসন সংখ্যা বাড়ল ৪২ টি। ডি এম - এম সি এইচ এর আসন বেড়েছে তিনটি। নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য ভবনের এক সিনিয়র স্বাস্থ্য কর্তা সোমবার জানিয়েছেন, উল্লেখযোগ্য আসন বেড়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের এম ডি আসন ন্যাশনাল মেডিক্যাল কমিশনের অনুমোদন পেয়ে চারটি থেকে বেড়ে হয়েছে ১৪ টি।
কলকাতা মেডিক্যালে শিশু চিকিৎসার এম ডি আসন ছিল ১২টি। তা বেড়ে ২০ টি হয়েছে। এন আর এস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হেমাটোঅঙ্কোলজি বিভাগের ডি এম - এ বিভাগে তিনটি আসন বেড়েছে। ফলে রাজ্যে এম ডি - এম এস-এর আসনের সংখ্যা বর্তমানে বেড়ে হল ১৭০৩ এবং ডি এম -এম সি এইচ আসন বেড়ে হল ২০০।