বিশ্বের অষ্টম উচ্চ শৃঙ্গ ভয়ঙ্কর সুন্দর মাউন্ট মনাসলু জয়ে বসন্তর নেতৃত্বে অভিযানে শামিল ৬ পর্বতারোহী

Last Updated:

Mount Manaslu : সব ঠিকঠাক এগোলে ২৫ সেপ্টেম্বর পূথিবীর ৮ম উচ্চ শৃঙ্গে উড়বে তেরঙা ঝান্ডা

অভিযানে রোমাঞ্চ যেমন রয়েছে, তেমনই ঝুঁকিও কম নয়
অভিযানে রোমাঞ্চ যেমন রয়েছে, তেমনই ঝুঁকিও কম নয়
কলকাতা : মাউন্ট মনাসলু । কিলার মনাসলু । অফুরান নৈসর্গিক দৃশ্যের খোলা ক্যানভাস । প্রকৃতির অমোঘ সৌন্দর্যের আকর্ষণে আকৃষ্ট ওঁরা । ৮১৬৩ মিটার উচ্চতার এই শৃঙ্গ জয়ে বার হচ্ছেন বসন্ত সিংহ রায়-সহ ৬ পর্বতারোহী ।  পৃথিবীর অষ্টম উচ্চ শৃঙ্গ জয়ে ৬ বাঙালির সফল প্রত্যাবর্তনের সাফল্য কামনায় প্রার্থনা হল রবিবার ৷
শৃঙ্গ অভিযানে বাঙালিদের দাপট এখন কম নয় ৷ সত্যরূপ সিদ্ধান্ত, বসন্ত সিংহ রায় নাম এখন ট্রেকিং-প্রিয়দের মুখে মুখে । ৬ জনের দল নিয়ে অভিযানের বাজিমাত করতে টিমের নেতৃত্বে রয়েছেন প্রবীণ পর্বতারোহী বসন্ত সিংহ রায় । রবিবার তাঁর এই অভিযান-দলের হাতে তুলে দেওয়া হল জাতীয় পতাকা । ৩১ অগাস্ট যাত্রা শুরু হাওড়া থেকে। সব ঠিকঠাক এগোলে ২৫ সেপ্টেম্বর পৃথিবীর অষ্টম উচ্চ শৃঙ্গে উড়বে ত্রিবর্ণ পতাকা।  ৬ বাঙালির হাত ধরে উড়বে জাতীয় পতাকা।
advertisement
কৃষ্ণনগর মাউন্টেনার অ্যাসোসিয়েশনের তরফে আয়োজিত এ বারের এই যাত্রা । একসঙ্গে ৬ জনের অভিযান কমই হয় । সে দিক থেকে একটু অন্যরকমই হবে মানসালুর যাত্রা । ৬২ বছরে বয়সে ৮০০০ মিটারের বেশি উচ্চতার অভিযানের নেতৃত্বে বসন্ত সিংহ রায় । ২০০৯ সালে ধৌলাগিরি অভিযানে ১৬ ঘণ্টা বরফে আটকে ছিলেন তিনি । অত্যাশ্চর্য রক্ষায় প্রাণ হাতে নিয়ে ঘরে ফেরেন ।  বাঙালি পর্বতারোহীদের যাত্রা আরও বেশি বেশি আশা করছেন তিনি।
advertisement
advertisement
অভিযানে রোমাঞ্চ যেমন রয়েছে, তেমনই ঝুঁকিও কম নয় । বিশেষ করে ৮১৬৩ মিটার উচ্চতার শৃঙ্গ অভিযানকে বলা হয় যেখানে ‘মৃত্যু অভিযান’ । পৃথিবীর সবথেকে কঠিন অভিযান ধরা হয় K 2 এবং অন্নপূর্ণা শৃঙ্গ অভিযানকে । মাউন্ট এভারেস্ট উচ্চতায় সবার উপরে হলেও তার ঝুঁকি K2 থেকে কম ধরা হয় অভিযাত্রীদের হিসেবে । মাউন্ট মানসালুর উচ্চতা ৮১৬৩ মিটার ।
advertisement
আরও পড়ুন :  কঠোর অনুশাসন মেনে পাঠশালা! আজ থেকে শুরু বঙ্গ বিজেপির প্রশিক্ষণ শিবির, কী সেই অনুশাসন 
এই অভিযানের কঠিন সময় ক্যাম্প ১ থেকে ক্যাম্প ৪ পর্যন্ত যাত্রা । মাউন্টেন অব স্পিরিট অভিযান পর্বতারোহী শিক্ষার্থীদের জন্য আদর্শ । বলছেন খোদ বসন্ত সিংহ রায়ই । টেকনিক্যাল দিক থেকে শক্ত না হলে এই ক্যাম্প ৪ পর্যন্ত যাওয়া মুশকিলের । ট্রেকারদের ভিড় বেশি এই অভিযানো । শৃঙ্গ অভিযান সেই তুলনায় সহজ এই অভিযানে। এভারেস্টের ক্ষেত্রে শৃঙ্গজয় সেখানে একটু কঠিন । তবে মানসালুর ক্ষেত্রে ক্যাম্প ১ থেকে ক্যাম্প ৪ তুলনায় একটু কঠিন। ২০১২ সালের হিসেব বলছে ৬০ জনের বেশি অভিযাত্রীর মৃত্যু হয়েছে মানসালু যাত্রায় । তবু শৃঙ্গ জয়ের স্বপ্ন নিয়েই নেপালের উদ্দেশে রওনা দিচ্ছেন ৬ বাঙালি। এসবিআই-এর তরফে অরুণ কুমার রায় জানান,"অভিযাত্রীদের পাশে এ বার সাহায্যে এগিয়ে এসেছে এসবিআই ব্যাঙ্ক অফিসার অ্যাসোসিয়েশন-সহ অনেক সংস্থাই।"
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিশ্বের অষ্টম উচ্চ শৃঙ্গ ভয়ঙ্কর সুন্দর মাউন্ট মনাসলু জয়ে বসন্তর নেতৃত্বে অভিযানে শামিল ৬ পর্বতারোহী
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement