আরও পড়ুন- ১৬তে বিয়ে, ১৭তে যমজ বাচ্চার মা! ১৮তে বিবাহবিচ্ছেদ…! বাবা কে? জানে না এখনও সন্তানরা
অভিযোগের ভিত্তিতে যাদবপুর থানার পুলিশ গণধর্ষণের মামলা রুজু করেছে। ইতিমধ্যেই প্রতীক পাল ওরফে সায়নকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
সোনা ফেলে দেবেন নিজেই, চাহিদা বাড়ছে অন্য এক ধাতুর! আর ১০ বছরে ‘টপে’! কাড়াকাড়ি পড়ে যাবে বাজারে
advertisement
অভিযোগকারী যুবকের স্ত্রী ডিম্পেল আচার্য্য এই বিষয়ে খোলাখুলি ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন, তবে তাঁর বক্তব্য অনুযায়ী, অভিযোগকারী তথাগত ঘোষ একজন পেশাদার ফ্যাশন ফটোগ্রাফার। অভিযুক্ত দুই ব্যক্তি তথাগত ঘোষের নাম ভাঁড়িয়ে বিভিন্ন ব্যক্তিকে ফ্যাশন ফটোগ্রাফির সুযোগ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিত। সেই নাম ব্যবহার করেই তারা ফাঁদ পাতত এবং এই ঘটনার জন্ম দেয় বলে অভিযোগ।
যাদবপুর থানা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ঘটনার আসল সত্যতা কী, এবং এই ধরনের অপরাধের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।