উত্তরপ্রদেশ থেকে কিছু সংস্থার ব্যাপারে জাল ওষুধ নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছিল৷ কিন্তু তার উত্তরে রয়ে গিয়েছে একাধিক ধোঁয়াশা। সূত্রের খবর, প্রয়োজনীয় তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনও নির্দিষ্ট তথ্য নেই উত্তরপ্রদেশের সরকারের তরফে পাঠানো চিঠিতে।
advertisement
উত্তরপ্রদেশ সরকারের থেকে জাল ওষুধের তদন্তে সংশ্লিষ্ট সংস্থাগুলির লাইসেন্স বাতিল, ওষুধের নমুনা পরীক্ষা সহ বিভিন্ন বিষয় নিয়ে রিপোর্ট চেয়েছিল রাজ্য। কিন্তু, উত্তরপ্রদেশ সরকারের তরফে সেই চিঠির উত্তরে পাঠানো চিঠিতে রাজ্য অসন্তুষ্ট।
রাজ্যে একের পর এক জাল ওষুধ উদ্ধার হওয়ার পর উত্তরপ্রদেশের একাধিক জায়গায় লিংক পাওয়া যায়। তদন্তে উঠে আসে উত্তরপ্রদেশের একাধিক সংস্থার হদিস। উত্তরপ্রদেশে একাধিক সংস্থা থেকে জাল ওষুধ পাঠানো হচ্ছিল কলকাতায় বলে তদন্তে উঠে আসে। তারপরেই তদন্তের জন্য কিছু তথ্য চেয়ে উত্তরপ্রদেশ সরকারকে চিঠি দেয় রাজ্য।
উত্তরপ্রদেশের চিঠিতে সন্তুষ্ট না হয়ে ফের বিস্তারিত তথ্য চেয়ে রাজ্য চিঠি পাঠাবে বলে জানা গিয়েছে। জাল ওষুধের তদন্তে উত্তরপ্রদেশের যে সংস্থাগুলির নাম উঠে এসেছে ও যে যে জায়গা থেকে জাল ওষুধ পাঠানো হচ্ছে তার বিস্তারিত তথ্য চেয়ে ফের চিঠি দিচ্ছে রাজ্য বলেই নবান্ন সূত্রে খবর।