সম্প্রতি হাওড়ার আমতা থেকেও জাল ওষুধ ধরেছিলেন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। হাওড়ার আমতার জাল ওষুধের তদন্ত করতে গিয়েই সূত্র মেলে উত্তর ২৪ পরগনার খড়দার৷ তারপরে সেখানেও অভিযান চালানো হয় ড্রাগ কন্ট্রোলের তরফে৷ দেখা যায় সেখানেও বিক্রি করা হচ্ছে জাল ওষুধ।
advertisement
উত্তর ২৪ পরগনার খড়দায় এক সংস্থার অফিসে হানা দিয়ে নির্দিষ্ট ব্যাচ নম্বরের সব ওষুধ বাজেয়াপ্ত করেছেন রাজ্যের ড্রাগ কন্ট্রোল এর অফিসাররা। ওই সংস্থার গোডাউনও সিল করা হয়েছে বলে রাজ্যের ড্রাগ কন্ট্রোলের তরফে বলেই সূত্রের খবর।
গত কয়েক দিন ধরেই জাল ওষুধের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল রাজ্য ড্রাগ কন্ট্রোল৷ মোটা টাকা ডিসকাউন্টের আড়ালে সাধারণ মানুষকে জাল ওষুধও বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল৷ সম্প্রতি এই বিষয়টি নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকও নবান্নে। মুখ্যসচিব জানিয়ে দিয়েছিলেন, রাজ্যজুড়ে জাল ওষুধ কারবারিদের বিরুদ্ধে এই অভিযান চলবে৷
আরও পড়ুন: বিড়ি-সিগারেট থেকেই আগুনের ফুলকি…তারপরেই বিস্ফোরণ! মেছুয়া কাণ্ডে এল প্রাথমিক রিপোর্ট
গত ১১ এপ্রিল বিকেলে উল্টোডাঙার মুচিবাজার এলাকার দুই সংস্থার গোডাউনে তল্লাশি চালায় রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। প্রাথমিক তদন্তে জাল ওষুধ বিক্রির প্রমাণ উঠে আসায় দুই হোলসেলার সংস্থার গোডাউন সিল করে রাজ্য।