গত কয়েকমাসে অন্তত দশ বার গুলিচালনার ঘটনা। প্রোমোটার খুন। শনিবার রাতেও গুলিতে আহত হন এক ট্যাক্সিচালক। এন্টালির আইনশৃঙ্খলা কতটা লাগামছাড়া তা উঠে এসেছে সিসিটিভির এই ফুটেজেই।
শনিবার রাতে টিপু নামে ওই দুষ্কৃতীকে অস্ত্র হাতে কার্যত তাণ্ডব চালাতে দেখা যায়। গুলি চালনার ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। পাঠানো হয়েছে পুলিশ হেফাজতে। কিন্তু, খাস কলকাতার বুকে এমন দুষ্কৃতীরাজের মদতদাতা কারা ?
advertisement
কাদের মদতে দুষ্কৃতীরাজ ?
- এলাকায় কালো ও বাপি নামে দুই ভাইয়ের গ্যাঙয়ের সদস্য টিপু
- এলাকায় বড়সড় মাদক ব্যবসা রয়েছে তাদের
- সিইএসসি-র বিদ্যুৎ চুরি করে ব্যবসা করে দুই ভাই
- এলাকায় অবৈধ নির্মাণের রমরমা
- তার থেকেই চলে ওই গ্যাঙয়ের তোলাবাজি
- সন্ত্রাস ছড়িয়ে এলাকা নিজেদের দখলে রেখেছে দুই ভাইয়ের গ্যাং
- ডাকাতির ঘটনায় জেল খাটছে দুই ভাই কালো ও বাপি
- তাদেরই সহযোগী হিসেবে কাজ করে টিপু, বাচ্চা কালু, সানি, কাল্টা শামিম
- এদের মধ্যে কাল্টা শামিমই দুই ভাইয়ের সবচেয়ে ঘনিষ্ঠ
একেবারে সিনেমার কায়দায় দল চালানো। শিশুদের নিয়ে নানহা ব্রিগেড বা মহিলাদের নিয়ে জেনানা ব্রিগেডও তৈরি করেছে কালো ও বাপি।
অপরাধে শিশু ও মহিলা ব্রিগেড
- পরিবারের মহিলাদের নিয়ে একটি ব্রিগেড তৈরি করেছে কালো ও বাপি
- তারাই বেআইনি নানা ব্যবসার দেখভাল করে
- দলে রয়েছে বাপির বোন গুড়িয়া, স্ত্রী শাহিন, শাশুড়ি সায়রা বিবি
- শিশুদের গাঁজা বা হেরোইনের মতো মাদক ব্যবসায় কাজে লাগায় কালো ও বাপি
- তাদের নেশাগ্রস্ত করে মাদক ব্যবসায় খাটানো হয়
- এছাড়া কেপমারি, পকেটমারি ও ছিনতাইও তাদের দিয়ে করানো হয়
অপরাধের জগতে পাকা মাথা কালো ও বাপি। বাবা ও দুই কাকাও জড়িত ছিল এমন নানা ব্যবসায়। আশির দশক থেকেই ওই পরিবারের দখলে ট্যাংরা, মোতিঝিল ও বেনিয়াপুকুর এলাকা। দুই কাকা খুন হয়েছে চোখের সামনে। তাতেও ভাটা পড়েনি উৎসাহে। সিনেমার কায়দাতেই চলছে দুষ্কৃতীরাজ। সঙ্গে রয়েছে পুলিশের একাংশ ও রাজনৈতিক মদত।