বালিগঞ্জে অবস্থিত একটি নির্মাণ সংস্থার দফতরে ইডি তল্লাশি চালিয়েছে। ১০-১২ জনের দিল্লির আধিকারিকদের দল হানা দেয় বালিগঞ্জে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়। ১.৪০ কোটি টাকা উদ্ধার করে ওই সংস্থার ডিরেক্টরকে তলব করা হয়েছিল।
আরও পড়ুন: পুরস্কার গ্রহণ করেই মাটিয়ে লুটিয়ে পড়লেন শেহনওয়াজ! চলে গেলেন 'মির্জাপুর' অভিনেতা
advertisement
তার পর কলকাতার এই দুই ব্যবসায়ীকেও তলব করা হয়েছিল। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ও প্রাপ্ত নথি সূত্রে ইডির দাবি, কালো টাকা সাদা করতেই বাংলা সিনেমায় বিনিয়োগ করা হয়েছে পাচারের টাকা। দুই ব্যবসায়ীর মধ্যে একজন বাংলা ছবিতে টাকা বিনিয়োগ করেছেন বলে দাবি ইডির আধিকারিকদের।
আরও পড়ুন: স্মৃতি ইরানির মেয়ের বিয়ের রিসেপশনে অতিথি শাহরুখ, একতা, জিতেন্দ্র, রইল চাঁদের হাটের বর্ণময় ছবি
এছাড়া ওই ব্যবসায়ীর সূত্র ধরে একটি স্বেচ্ছাসেবী সংস্থাতেও টাকা বিনিয়োগ করা হয়েছে বলে দাবি ইডির। আপাতত কোথায় কোথায় ওই টাকা বিনিয়োগ করা হয়েছে এবং টাকার উৎস কী, সেসব জানার চেষ্টা চলছে।
অমিত সরকার