কমিশন সূ্ত্রে খবর, ভোটের জন্য হুগলি গ্রামীণ জেলায় ১৬৬ কোম্পানি এবং হাওড়া গ্রামীণ জেলায় ১৩২ কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে৷ এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগণার তিনটি পুলিশ জেলায় ৩০১ কোম্পানি আধা সেনা মোতায়েন করছে কমিশন৷ দক্ষিণ চব্বিশ পরগণার এই তিন পুিলশ জেলা হল- বারুইপুর, সুন্দরবন এবং ডায়মন্ড হারবার৷
advertisement
কমিশন সূত্রে খবর সুন্দরবন পুলিশ জেলাতে ৬১ কোম্পানি, ডায়মন্ড হারবার পুলিশ জেলাতে ১১৩ কোম্পানি এবং বারুইপুর পুলিশ জেলাতে ১২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে।
দক্ষিণ চব্বিশ পরগণার ৩১টি আসনে এবার দু' দফায় ভোট গ্রহণ হবে৷ আগামী ৬ এবং ১০ এপ্রিল ভোট রয়েছে দক্ষিণ চব্বিশ পরগণায়৷ যা বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত৷ হুগলি এবং হাওড়াতেও এই দু' দিনই ভোট রয়েছে৷
advertisement
Somraj Bandopadhyay
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Mar 29, 2021 8:28 PM IST
