TRENDING:

KMC Elections 2021: ভোটের আগে দ্বিতীয় ডোজের টিকা দিতে শিবির কমিশনের, করোনা পরিস্থিতিতে কড়া নজর

Last Updated:

কমিশন সূত্রে খবর, পুরভোটের ১৭ দিন আগে থেকেই করোনা পরিস্থিতির উপরে নজর রাখতে শুরু করবে তারা (KMC Elections 2021)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতা পুরসভা নির্বাচনের প্রস্তুতিতে করোনা পরিস্থিতির উপরে বিশেষ নজর রাখবে রাজ্য নির্বাচন কমিশন৷ ভোট প্রক্রিয়া চলাকালীন যাতে কোনওভাবেই সংক্রমণ না বাড়ে, তা নিশ্চিত করাই কমিশনের লক্ষ্য৷ এর জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের সাহায্য নিচ্ছে তারা৷
কলকাতা পুরসভা দখলে রাখতে ইস্তেহারে একাধিক চমক তৃণমূলের৷
কলকাতা পুরসভা দখলে রাখতে ইস্তেহারে একাধিক চমক তৃণমূলের৷
advertisement

কমিশন সূত্রে খবর, পুরভোটের ১৭ দিন আগে থেকেই করোনা পরিস্থিতির উপরে নজর রাখতে শুরু করবে তারা৷ এর জন্য স্বাস্থ্য দফতরের থেকে প্রতিদিন রিপোর্ট নেবে কমিশন৷ প্রতিটি সেক্টর অফিসে ভোটের তিন থেকে চার দিন আগে বিশেষ কোভিড শিবির করবে কমিশন ও স্বাস্থ্য দপ্তর। যে সমস্ত ভোটাররা দ্বিতীয় ডোজের টিকা সময় হয়ে যাওয়া সত্ত্বেও এখনও নেননি, ওই শিবিরেই তাঁদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে৷

advertisement

আরও পড়ুন: পরীক্ষা কম হওয়া সত্ত্বেও বাড়ছে করোনা সংক্রমণের হার, উদ্বেগে চিকিৎসকরা

এর পরেও যদি ভোটের সময় কোনও ভোটার করোনা আক্রান্ত হন, তাঁদেরকেও বুথে নিয়ে এসে ভোট দেওয়ানোর ব্যবস্থা করবে কমিশন৷ তার জন্য কলকাতা পুরসভার প্রতিটি বরোতে তিনটি করে অ্যাম্বুল্যান্স রাখা থাকবে৷ ভোটের শেষ এক ঘণ্টায় করোনা আক্রান্ত ভোটারদের অ্যাম্বুল্যান্সে করে বুথে নিয়ে আসার ব্যবস্থা করবে কমিশন৷ প্রার্থীদের প্রচার, মনোনয়ন জমার ক্ষেত্রেও কোভিড বিধি মেনে চলার নির্দেশ দিয়েছে কমিশন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

এর পাশাপাশি নির্বাচনের প্রচার পর্বে প্রার্থীদের খরচের ঊর্ধ্বসীমা বাড়ালো কমিশন৷ পুরসভা এলাকায় প্রায় চল্লিশ শতাংশ এবং পুরনিগম এলাকায় প্রায় ৩৫ শতাংশ খরচ বৃদ্ধির অনুমতি দিয়েছে কমিশন৷ অর্থাৎ, ২০১৩ সালে কোনও প্রার্থী প্রতি ভোটার পিছু ৬ টাকা খরচ করতেন, এখন তিনি সেখানে আট টাকা খরচ করতে পারবেন।

বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC Elections 2021: ভোটের আগে দ্বিতীয় ডোজের টিকা দিতে শিবির কমিশনের, করোনা পরিস্থিতিতে কড়া নজর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল