*ইজরায়েলে ডেল্টার থেকেও ভয়ঙ্কর করোনা প্রজাতির সন্ধান পাওয়া যাওয়ায় সেখানে একপ্রকার জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে। আমেরিকাতেও জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। ভাইরোলজির পরিভাষায় এই নতুন রূপের নাম বি.১.১৫২৯। অন্তত ৩২ বার স্পাইক প্রোটিন বদলে করোনাভাইরাসের এই রূপ তৈরি হয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ফাইল ছবি।
*তবে তারই মধ্যে আজ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমল। তবে এ দিন গোটা রাজ্যে এতটাই কম করোনা পরীক্ষা করা হয়েছে,যার ফলে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কম হয়েছে বলে অভিমত চিকিৎসক মহলের। এর ফলে যথেষ্ট চিন্তা বাড়িয়ে রাজ্যে করোনা সংক্রমনের হার বেশ কিছুটা বেড়েছে। গত পাঁচদিন ধরে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এবং সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেশ কিছুটা কমলেও করোনা সংক্রমনের সেই হারে না কমায়, উল্টে আজ আরও বেশ কিছুটা বাড়ায় যথেষ্ট উদ্বেগে চিকিৎসক মহল। সংগৃহীত ছবি।
*তবে রাজ্যে সবার উপরে যথারীতি শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগণা, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া। রাজ্যে বেশ কয়েকদিন ধরেই করোনা আক্রান্ত প্রায় প্রতিদিনই আটশোর ওপরে থাকছিল। সেখান থেকে গত ৭দিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা কমে। গতকাল তা সামান্য বেড়ে হয়েছিল ৭১৫। সংগৃহীত ছবি।
*তবে উদ্বেগ বাড়িয়ে গোটা রাজ্যে গত ২৪ ঘন্টায় মাত্র ২৪,২৬৯ জনের করোনা পরীক্ষা হয়েছে, যার মধ্যে ৫১১ জন করোনা পজিটিভ। রাজ্যে করোনা পজিটিভিটি রেট গতকালের ২.০১% থেকে বেশ কিছুটা বেড়ে ২.১১%। রাজ্যে চিকিৎসক মহলের একাংশ বলছেন, যেখানে বারবার করে বলা হচ্ছে, আরও বেশি করে করোনা পরীক্ষা করার কথা, সেখানে রাজ্যে আজ এতটাই কম করোনা পরীক্ষা করা হয়েছে, তা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। ফাইল ছবি।