বিভিন্ন জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের সঙ্গে শনিবার বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক৷ এদিনের বৈঠকে বিএলও কাজ যাচাইয়ের নির্দেশ দেন তিনি৷ বিশেষ করে মৃত ভোটারদের তালিকা আরও একবার যাচাই করতে হবে৷ জেলাশাসক, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের নিয়ে বৈঠকে নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীকের।
advertisement
পাশাপাশি ২০০২ এর ভোটার তালিকার অসঙ্গতি নিয়েও অসন্তোষ প্রকাশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের৷ উত্তর ২৪ পরগনা কয়েকটি জায়গায় ২০০২ এর ভোটার তালিকা সঙ্গে বর্তমান ভোটার তালিকার অসঙ্গতি ধরা পড়ছে। এদিনের বৈঠকে এ বিষয়ে বিরক্তি প্রকাশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের৷ তা যাচাইয়ের জন্য কমিশনের আধিকারিকরা যাবেন বলেও বৈঠকে জানানো হয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 06, 2025 7:37 PM IST
