এদিন শিক্ষামন্ত্রী বলেন, নতুন করে আবেদন নয়, পুনর্নিয়োগ হবে ৷ উত্তরবঙ্গ, ঝাড়গ্রাম,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,উত্তর ২৪ পরগনা এই সব জায়গায় মামলা সবচেয়ে বেশি ৷ মালদহে ১ হাজার, মুর্শিদাবাদে ৬৬০টি মামলা ৷ রোগ ধরা পড়েছে, বিষয়টি নজর রাখছি ৷ খতিয়ে দেখে রিপোর্ট দিতে বলেছি ৷ স্কুল পরিদর্শন করতে হবে ৷ স্কুলগুলিতে ডাইনিং হলের জন্য টাকা ৷ সাড়ে ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে ৷
advertisement
আরও পড়ুন: মেরুকরণের অস্ত্রেই বাংলায় পরিবর্তনের ডাক অমিত শাহের
উল্লেখ্য এদিন আপার প্রাইমারিতে কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় শিক্ষক নিয়োগ ৭ দিনের অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের ৷ ২২ সেপ্টম্বর ২০১৬ সালে আপার প্রাইমারির বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ পরীক্ষা নেওয়া হয় ২০১৭ সালে ৷ শুরু হয় নিয়োগ প্রক্রিয়াও ৷ সেই নিয়োগেই অন্তর্বর্তী স্থগিতাদেশ ৷
আরও পড়ুন: মে মাসেই শেষ তৃণমূল সরকার, সভা থেকে দাবি অমিত শাহর