মে মাসেই শেষ তৃণমূল সরকার, সভা থেকে দাবি অমিত শাহর

Last Updated:
#কাঁথি: বাংলায় এসে ফের পরিবর্তনের ডাক নরেন্দ্র মোদির প্রধান সেনাপতি অমিত শাহের। ২০১৪ সালে দেশ জুড়ে ছিল মোদি ঝড়। কিন্তু, বাংলায় বিজেপি জিতেছিল মাত্র দুটি আসন। সেই বাংলা থেকেই এবার অন্তত তেইশটি আসনের স্বপ্ন দেখছে বিজেপি। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কাঁথির সভা থেকে সেই লক্ষ্যের কথা মনে করিয়ে দেন অমিত শাহ। এও বুঝিয়ে দেন, পাখির চোখ, উনিশের ফলে ভর করে, ২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূল সরকারকে উৎখাত করা।
এদিন সভায় এসে অমিত শাহ বলেন, মে মাসে হবে ভোট গণনা। ভোট গণনা শেষ হবে, তৃণমূল সরকারও শেষ হবে। বাংলার মানুষ এবার মোদির সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ৷ ২৩ এর বেশি আসন জিতে বাংলায় বিজেপির সরকার গড়বেন তো? মোদিজিকে ফের পিএম করবেন তো?
advertisement
advertisement
তৃণমূলের বিরুদ্ধে সিন্ডিকেট, চিটফান্ডের মতো ইস্যুতেও অমিত শাহ এ দিন সরব হন। তবে, মেরুকরণের রাজনীতিকেই যে বিজেপি প্রধান অস্ত্র করতে চায়, তা দলের সর্বভারতীয় সভাপতির এ দিনের বক্তব্যে স্পষ্ট বলে মত পর্যবেক্ষকদের একাংশের।
advertisement
বিজেপি এবার টার্গেট করেছে বাংলাকে। বার বার এ রাজ্যে এসে সভা করছেন দলের শীর্ষ নেতৃত্ব। আসছেন নরেন্দ্র মোদি-অমিত শাহেরাও। অমিত শাহের এ দিনের সভার পর ২ ফেব্রুয়ারি রাজ্যে নরেন্দ্র মোদি। সেদিন উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে তাঁর সভা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মে মাসেই শেষ তৃণমূল সরকার, সভা থেকে দাবি অমিত শাহর
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement