নবম-দশম শিক্ষক নিয়োগ মামলা: আদালত অবমাননা থেকে রেহাই পেলেন এসএসসি সচিব

Last Updated:
#কলকাতা: মঙ্গলবার সকাল সাড়ে দশটার মধ্যে আদালতে নম্বর ভিত্তিক মেধাতালিকা পেশ করতে হবে এসএসসি সচিবকে। নাহলে তাঁকে জেলে ভরার হুঁশিয়ারি দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। ২৪ ঘণ্টার সময়সীমা শেষ ৷ তবে আপাতত আদালত অবমাননা থেকে রেহাই পেলেন এসএসসি-র সচিব অশোক সাহা ৷ মামলাকারীদের মেধাতালিকা পেশ করা হয় ৷ তালিকা দেখে রেহাই এসএসসি-র সচিবকে ৷ এদিন বিচারপতি রাজশেখর মান্থা জানিয়েছেন, ‘এসএসসির রুলে ধোঁয়াশা থাকতে পারে ৷ রুল চ্যালেঞ্জ করতে পারেন মামলাকারীরা ৷’
নবম ও দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগে ২০১৬ সালের সেপ্টেম্বরে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি। বিজ্ঞপ্তিতে জানানো হয় লিখিত পরীক্ষার পর ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৷ ইন্টারভিউ ও লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে ৷ ২০১৬ সালে পরীক্ষা হয় ৷ পরীক্ষার ফল বেরোয় ২০১৮ সালের মার্চে ৷
advertisement
advertisement
পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ, ২০১৬ সালের এসএসসির নিয়ম ৷ অনুযায়ী প্রথমে বেরোবে ইন্টারভিউয়ের তালিকা ৷ তারপর নম্বর ভিত্তিক মেধাতালিকা ৷ শেষে নিয়োগতালিকা বা প্যানেল ৷
প্রার্থীদের দাবি, কমিশন নম্বর-ভিত্তিক মেধা তালিকা প্রকাশ না করেই নিয়োগ-তালিকা প্রকাশ করে দেয়। মামলাকারীদের বক্তব্য ছিল, এটা সম্পূর্ণ বেআইনি। মেধা তালিকা প্রকাশের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন প্রার্থীরা। তাঁদের অভিযোগকে মান্যতা দিয়ে ২০১৮ সালের আঠারই সেপ্টেম্বর আদালত রায় দেয়,এক মাসের মধ্যে নম্বর ভিত্তিক মেধাতালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে ৷
advertisement
তারপর তিনমাসের বেশি সময় কেটে গেলেও মেধাতালিকা প্রকাশিত হয়নি। আদালত অবমাননার মুখে পড়েন এসসিসি চেয়ারপার্সন ও সচিব। নোটিস পাঠালেও এজলাসে অনুপস্থিত ছিলেন তাঁরা।
২০১৯-এর ১৮ জানুয়ারি আদালতে অবমাননার রুল জারি হয় দুজনের বিরুদ্ধে ৷ রুল জারি হওয়ায় সোমবার হাইকোর্টে হাজির হন এসএসসি সচিব অশোক সাহা ৷ সোমবারসেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার বলেন, ২৪ ঘণ্টার মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে। নাহলে আদালত অবমাননার জন্য এসএসসি সচিবকে জেলে ভরা হবে ৷
advertisement
মঙ্গলবার এসএসসি-র তরফে বিস্তারিত তথ্য দেওয়া হয় আদালতে। তাদের তরফে জানানো হয়, যে তালিকা প্রকাশ হয়েছিল সেটা প্যানেল নয়। একসঙ্গে মেধাতালিকা এবং প্যানেল প্রকাশ হয়েছিল। তাদের দাবি এসএসসি বিধিতে কোথাও লেখা নেই যে মেধাতালিকা এবং প্যানেল প্রকাশ করা যাবে না। এই বক্তব্যে আশ্বস্ত হয়ে রেহাই দেওয়া হয় এসএসসি সচিবকে ৷ তবে মামলাকারীদের বলা হয় যে তারা চাইলে এই বিধিকে চ্যালেঞ্জ করে ফের মামলা করতে পারেন ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নবম-দশম শিক্ষক নিয়োগ মামলা: আদালত অবমাননা থেকে রেহাই পেলেন এসএসসি সচিব
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement