তাপস না কুন্তল, কে সত্য়ি কথা বলছেন, সেই রহস্য়ভেদ করতে চায় ইডি। সেই কারণেই আজ তাপস মণ্ডলকে ফের সল্টলেকের সিজিও কমপ্লেক্সের দফতরে তলব করেছে ইডি। আজ সকাল সাড়ে দশটা নাগাদ সেখানে হাজির হন তাপস। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্য়তম দুই অভিযুক্ত তাপস এবং কুন্তলকে প্রথমে আলাদা আলাদা জেরা করা হবে। এর পর দু' জনকেই মুখোমুখি বসিয়ে জেরা করবে ইডি। দু' জনকে একই প্রশ্ন করে তাঁদের বয়ানও মিলিয়ে দেখা হবে।
advertisement
আরও পড়ুন: হাতে হোয়াটসঅ্যাপ চ্যাট আর ডায়েরিতে কোড, কুন্তল-কাণ্ডে বড় অস্ত্র ইডি-র হাতে!
প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে জেরা করে তাপস মণ্ডলের খোঁজ পায় সিবিআই। এই তাপস মণ্ডল বেসরকারি বিএড কলেজের মালিক এবং বিএড কলেজ সংগঠনগুলিরও অন্য়তম মাথা। তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেই হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের খোঁজ মেলে। তাপস মণ্ডল অভিযোগ করেন, চাকরি দেওয়ার নাম করে তাঁর পরিচিতদের থেকে ১৯ কোটি ৪৪ লক্ষ ৫০ হাজার টাকা নিয়েছিলেন কুন্তল। চাকরি দিতে না পারায় বার বার চাইলেও সেই টাকা ফেরত দেননি তিনি।
গত শুক্রবার সকালে কুন্তলের চিনার পার্কের ফ্ল্য়াটে হানা দেয় ইডি। টানা ২৪ ঘণ্টা তল্লাশির পর শনিবার সকালে কুন্তলকে গ্রেফতার করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, চাকরিপ্রার্থীদের থেকে টাকা নেওয়ার হিসেব কুন্তলের ফ্ল্য়াটের একটি ডায়েরিতেই মিলেছে।
কিন্তু গ্রেফতারির পর থেকেই কুন্তল ঘোষ দাবি করছেন, তাপস মণ্ডলই তাঁর থেকে ৫০ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন। কুন্তলের নিজেরও বেসরকারি বিএড কলেজ রয়েছে। যদিও তাপস কেন টাকা চেয়েছিলেন, তা স্পষ্ট করেননি কুন্তল। তাপস মণ্ডল ছাড়াও গোপাল দলপতি এবং নীলাদ্রি ঘোষ নামে দু' জনের নাম করেছেন কুন্তল। এদেরকে তাপস মণ্ডলের দালাল বলে দাবি করেছেন ধৃত যুব তৃণমূল নেতা।
আরও পড়ুন: চাকরি দিতে ঘুষের ১০% পেত কুন্তল, আর বাকিটা যেত...চাঞ্চল্যকর দাবি কোর্টে! তোলপাড় বাংলা
কুন্তলের স্ত্রী আবার দাবি করেছেন, তাপস মণ্ডল চিনার পার্কে কুন্তলের একটি ফ্ল্য়াটেই দীর্ঘদিন থাকতেন। সেই ফ্ল্য়াটের ফ্রিজে এখনও তাপস মণ্ডলের ইনস্য়ুলিন রয়েছে। তাপস ওই ফ্ল্য়াটে থেকেই অফিস চালাতেন বলেও দাবি করেছেন কুন্তলের স্ত্রী।
যদিও কুন্তল ঘোষের তোলা অভিযোগ এ দিনও উড়িয়ে দিয়েছেন তাপস মণ্ডল। ইডি দফতরে ঢোকার সময় তিনি বলেন, 'যে টাকা দিয়েছিলাম, সেটাই ফেরত চেয়েছিলাম কুন্তলের থেকে।' কুন্তলের স্ত্রীর দাবি নস্য়াৎ করে তাপস জানিয়েছেন, কোনওদিনই চিনার পার্কের ওই ফ্ল্য়াটে থাকেননি তিনি।