৬ E কেয়াতলা রোড। সকাল পৌনে আটটা নাগাদ চারজন আধিকারিক পৌঁছন আলিপুরের এই ঠিকানায়। এখানেই থাকেন অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায় নামের এক ব্যক্তি। বর্তমানে তিনি কলকাতা পুরসভার বিভিন্ন কাজে যুক্ত। ই-নাগেটস গেমিং অ্যাপ প্রতারণা কাণ্ডে ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয় বলে সূত্রের খবর। ওই ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় বেশ কিছু নথিপত্র। অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়ের গড়িয়াহাটের আরও একটি বাড়িতেও তল্লাশি চালানো হয় এদিন।
advertisement
আরও পড়ুন: হুহু করে ছড়াচ্ছে অ্যাডিনোভাইরাস! মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ৪ শিশুর মৃত্যু কলকাতায়
এছাড়া, এদিন চিটফান্ড মামলায় একজন আইনজীবীর বাড়িতেও তল্লাশি চালায় ইডি। তল্লাশি চলে হাওড়ার জগাছার মনসাতলার এক ব্য়বসায়ীর বাড়িতেও।
গত সেপ্টেম্বরেই মোবাইল গেমের অ্যাপ বানিয়ে কোটি কোটি টাকার প্রতারণা চক্র ফাঁস করেছিল ইডি। ই-নাগেটস্ নামের ওই গেমিং অ্যাপে কোটি কোটি টাকার ক্রিপ্টোকারেন্সির লেনদেনের প্রমাণও পেয়েছিল তারা। বুধবার সকালে কলকাতার দু'টি এলাকায় তল্লাশি অভিযানের সঙ্গে সেই মামলারই যোগ আছে কি না তা অবশ্য ইডি সূত্রে স্পষ্ট করে জানানো হয়নি। তবে হাওড়ার যে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে, তিনি সারদা মামলায় বর্তমানে জেল হেফাজতে রয়েছেন।