শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় এখন জেল হেফাজতে। পার্থর ঠিকানা এখন প্রেসিডেন্সি জেল। এরই মধ্যে ইডির নজরে পিংলার বিসিএম স্কুল। এই স্কুলটি পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলী চট্টোপাধ্যায়ের নামাঙ্কিত। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর এই স্কুল বন্ধ ছিল। এখন আবার স্কুল খুলতেই তা সেখানে পৌঁছে যান ইডি।
আরও পড়ুন: মাস্টারস্ট্রোক দিল তৃণমূল, দলের সঙ্গে মিশে যাচ্ছে টিডিএফ! বড় সাফল্য
advertisement
এদিকে, বুধবার ভার্চুয়াল শুনাতিতে হাজিরা দিলেন এসএসসি দুর্নীতিকাণ্ডে গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই শুনানিতেই কান্নায় ভেঙে পড়লেন পার্থ চট্টোপাধ্যায়। ভার্চুয়াল শুনানিতে কান্নায় ভেঙে পড়েন পার্থ। নিজের সম্মান নিয়ে আশঙ্কায় প্রাক্তন শিক্ষামন্ত্রী। শুনানি চলাকালীন পার্থ হাউহাউ করে কেঁদে ফেলেন।
আরও পড়ুন: যারা ছিল বাম, তারাই এখন জার্সি বদলে বিজেপি! অভিষেকের বিস্ফোরক মন্তব্য
এদিন শুনানিতে বিচারকের উদ্দেশে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ''আমি রাজনৈতিক চক্রান্তের শিকার, মন্ত্রী হওয়ার আগে বিরোধী দলনেতা ছিলাম। আমাকে ন্যায়বিচার দেওয়া হোক। আমাকে জামিন দিন, আমাকে বাঁচতে দিন'। বুধবার ফের আদালতে হাজিরা দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়। সংশোধনাগারে থাকাকালীন এই নিয়ে তৃতীয় দফায় আদালতে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায় আর অর্পিতা মুখোপাধ্যায়।''