যারা ছিল বাম, তারাই এখন জার্সি বদলে বিজেপি! অভিষেকের বিস্ফোরক মন্তব্য

Last Updated:

Abhishek Banerjee: শুভেন্দু অধিকারীকেও একহাত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, 'উনি লালবাজারে বসে বলছেন মহিলাদের মা দুর্গার চোখে দেখেন৷ মহিলাদের মা দুর্গার চোখে দেখলে তাঁরা গায়ে হাত দিলে আপত্তি কোথায়?''

অভিষেকের বিস্ফোরক অভিযোগ
অভিষেকের বিস্ফোরক অভিযোগ
#কলকাতা: বিজেপির নবান্ন অভিযান নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি-র নবান্ন অভিযানে বামেদের 'অংশগ্রহণ' নিয়ে মারাত্মক দাবি করলেন অভিষেক। বুধবার বিজেপি-র নবান্ন অভিযান চলাকালীন আহত পুলিশ অফিসারকে দেখতে এসএসকেএম হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ''আমি দেবজিৎ বাবুকে বললাম। আপনাকে কুর্নিশ জানাই। ওনার হাতে খালি ওয়াকিটকি ছিল। বামেরা একটাও বিবৃতি দেয়নি৷ কারণ যারা বামেদের হয়ে আন্দোলন করত, তারাই এখন বিজেপি। খালি জার্সি বদল করেছে।''
এখানেই থামেননি অভিষেক। তাঁর সংযোজন, ''আগে ইনক্লাব জিন্দাবাদ বলত। এখন জয় শ্রীরাম বলে। যত দিন তৃণমূল বিরোধী দলে ছিল, এরকম গুন্ডামির একটা উদাহরণ দেখান। পুলিশ আগে গুলি চালাত, কিন্তু এখন সহনশীল, এটাই আসল পরিবর্তন।''
advertisement
advertisement
এদিন শুভেন্দু অধিকারীকেও একহাত নেন অভিষেক। বলেন, 'উনি লালবাজারে বসে বলছেন মহিলাদের মা দুর্গার চোখে দেখেন৷ মহিলাদের মা দুর্গার চোখে দেখলে তাঁরা গায়ে হাত দিলে আপত্তি কোথায়? তাঁরা গায়ে হাত দিয়ে, কাঁধে হাত দিয়ে পুলিশের ভ্যানে নিয়ে গেলে আপত্তি কোথায়? আপনার কাজে আর কথায় তো মিল নেই৷ আমার তো কালকে ওনার কথা শুনে হাসি পাচ্ছে৷ বলছেন ইউ লেডি ডোন্ট টাচ মাই বডি৷ ওনলি ডিসি সাউথ আকাশ মাঘারিয়া ক্যান টাচ মি৷ এর অর্থ কী?'
advertisement
একই সঙ্গে অভিষেকের প্রশ্ন, মহিলাদের সম্মান জানালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কীভাবে কটূক্তি করেন শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে গিয়ে সারদা এবং নারদার প্রসঙ্গও তুলেছেন অভিষেক৷ তাঁর কথায়, 'কালকের ঘটনায় আমার একটা উপলব্ধি হয়েছে৷ বিলম্বিত বোধোদয় বলতে পারেন৷ যদি সুদীপ্ত সেনের নাম সুদীপ্তা সেন হত, আর ম্যাথু স্যামুয়েলসের নাম অ্যাঞ্জেলিনা স্যামুয়েলস হতো, তাহলে উনি টাকা নিতেন না৷ যাঁদের থেকে বিজেপি টাকা তোলে, তাঁরা এবার থেকে মহিলাদের দিয়ে টাকা পাঠান৷ তাহলে আর টাকা নেবে না৷ কারণ বিজেপি নেতারা মহিলাদের পছন্দ করেন না৷'
বাংলা খবর/ খবর/কলকাতা/
যারা ছিল বাম, তারাই এখন জার্সি বদলে বিজেপি! অভিষেকের বিস্ফোরক মন্তব্য
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement