ইডি জানিয়েছে, ২২ জুলাই মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে একটি সিডি (কমপাক্ট ডিস্ক) পাওয়া যায়। তল্লাশি করে তা মেলে। সেই সিডি-তে দুটি ফোল্ডার, যেখানে নাম ছিল ৬১ জনের।
আরও পড়ুন: 'সব অভিযোগ মিথ্যা', তথ্য সামনে এনে বউবাজার নিয়ে KMRCL-এর পাল্টা বিস্ফোরক দাবি
পরে প্রাথমিক শিক্ষক নিয়োগের তালিকা মিলিয়ে দেখা যায় ৫৫ জন চাকরি পেয়েছেন। এই নিয়োগ ভুয়া বলে মনে করছে ইডি। তদন্ত আরও চলছে, পরবর্তী সময়ে আরও স্পষ্ট হবে বিষয়টি। সুপ্রিম কোর্টে হলফনামায় এমনটাই জানিয়েছে ইডি।
advertisement
আরও পড়ুন: এক 'অস্ত্রেই' বাজিমাত, পঞ্চায়েতে সাফল্য পেতে বঙ্গ বিজেপি-কে বিশেষ দাওয়াই কেন্দ্রীয় নেতৃত্বের
বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চ অবশ্য ইডি-কে হলফনামার কপি সব পক্ষকে দেওয়ার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার ফের এই মামলার শুনানি আছে। সোমবার সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের দায়ের করার মামলার রায়দান হওয়ার কথা ছিল।
সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি চলছে এই মামলার। রাজনৈতিক উদ্দেশে তাঁকে হেনস্থা করা হচ্ছে, অভিযোগ তুলে CBI-এর বিরুদ্ধে মামলা করেছিলেন মানিক। যদিও এরই মধ্যে মানিক ভট্টাচার্যকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করে। ইডি-র বিরুদ্ধে রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেও শেষরক্ষা হয়নি মানিকের।