TRENDING:

Ed on Primary Tet: মানিকের বাড়িতে গোপন সিডি, আরও বেআইনি নিয়োগের হদিশ! হলফনামায় বিস্ফোরক তথ্য জানাল ইডি

Last Updated:

Ed on Primary Tet: ইডি জানিয়েছে, ২২ জুলাই মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে একটি সিডি (কমপাক্ট ডিস্ক) পাওয়া যায়। তল্লাশি করে তা মেলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রাথমিক টেট মামলায় আপাতত ইডি হেফাজতেই থাকতে হবে মানিক ভট্টাচার্যকে। এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামিকাল ফের শুনানি হবে এই মামলায়। সোমবার এই মামলায় ইডি-র হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা। এদিন সওয়াল চলাকালীন তুষার মেহেতা বলেন, "সিবিআই তদন্তর থেকে সম্পূর্ণ আলাদা ইডি তদন্ত। ইডি তদন্তে মানি ট্রেল উঠে এসেছে। কিন্তু রাজ্যের সওয়াল অভিযুক্তদের মতো মনে হচ্ছে।" এই পরিস্থিতিতে প্রাথমিকে ২৬৯ বেআইনি নিয়োগের পর আরও ৫৫ বেআইনি নিয়োগের তথ্য পেয়েছে ইডি। আদালতে তাই জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
advertisement

ইডি জানিয়েছে, ২২ জুলাই মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে একটি সিডি (কমপাক্ট ডিস্ক) পাওয়া যায়। তল্লাশি করে তা মেলে। সেই সিডি-তে দুটি ফোল্ডার, যেখানে নাম ছিল ৬১ জনের।

আরও পড়ুন: 'সব অভিযোগ মিথ্যা', তথ্য সামনে এনে বউবাজার নিয়ে KMRCL-এর পাল্টা বিস্ফোরক দাবি

পরে প্রাথমিক শিক্ষক নিয়োগের তালিকা মিলিয়ে দেখা যায় ৫৫ জন চাকরি পেয়েছেন। এই নিয়োগ ভুয়া বলে মনে করছে ইডি। তদন্ত আরও চলছে, পরবর্তী সময়ে আরও স্পষ্ট হবে বিষয়টি। সুপ্রিম কোর্টে হলফনামায় এমনটাই জানিয়েছে ইডি।

advertisement

আরও পড়ুন: এক 'অস্ত্রেই' বাজিমাত, পঞ্চায়েতে সাফল্য পেতে বঙ্গ বিজেপি-কে বিশেষ দাওয়াই কেন্দ্রীয় নেতৃত্বের

বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চ অবশ্য ইডি-কে হলফনামার কপি সব পক্ষকে দেওয়ার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার ফের এই মামলার শুনানি আছে। সোমবার সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের দায়ের করার মামলার রায়দান হওয়ার কথা ছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নিজের বেতন জমিয়ে ঘুরছেন দেশে দেশে, 'এই' শিক্ষক একাই বদলে দিচ্ছেন পরিবেশের ভবিষ্যৎ
আরও দেখুন

সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি চলছে এই মামলার। রাজনৈতিক উদ্দেশে তাঁকে হেনস্থা করা হচ্ছে, অভিযোগ তুলে CBI-এর বিরুদ্ধে মামলা করেছিলেন মানিক। যদিও এরই মধ্যে মানিক ভট্টাচার্যকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করে। ইডি-র বিরুদ্ধে রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেও শেষরক্ষা হয়নি মানিকের।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ed on Primary Tet: মানিকের বাড়িতে গোপন সিডি, আরও বেআইনি নিয়োগের হদিশ! হলফনামায় বিস্ফোরক তথ্য জানাল ইডি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল