TRENDING:

ছাত্রপিছু থাকত মোটা টাকার টার্গেট, জ্যাম করা হত সার্ভার! মনে করছে ইডি

Last Updated:

Enforcement Directorate: ইডির নজরে এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইড ও সার্ভার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যের প্রাইভেট ডিএলএড অর্থাৎ টিচার্স ট্রেনিং কলেজেগুলিতে অফলাইনে এত সংখ্যক ছাত্র ভর্তির নেপথ্যে থাকা রহস্য ভাবাচ্ছে ইডির আধিকারিকদের। সূত্রের দাবি, ইডির নজরে এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইড ও সার্ভার। প্রাইভেট টির্চাস ট্রেনিং কলেজে ভর্তির ক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু ছিল। এই অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়াতেই কারচুপি হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছে ইডি।
advertisement

ইডির সন্দেহ, অনলাইনে ভর্তির রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলাকালীন এই সার্ভার কারসাজি হয়ে থাকতে পারে। এর জন্য সার্ভার জ্যাম করে কারসাজি বলে সন্দেহ ইডির। তদন্তকারীদের অনুমান, অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হওয়ার পরে একটা নির্ধারিত আসন সংখ্যা দিয়ে দেওয়া হত সার্ভারে। কিন্তু ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই জ্যাম করে দেওয়া হত সার্ভার। ফলে নির্দিষ্ট সংখ্যক আবেদনকারীদের পরে বাকিদের রেজিস্ট্রেশন আন-সাকসেসফুল বলে চিহ্নিত হত।

advertisement

যেমন, অনলাইনে ভর্তির জন্য আবেদন করেছেন ১০০ জন। নির্ধারিত সময়ে এই আবেদন করতে গিয়ে ৩৫ জন সফল হলেন। বাকি ৬৫ জন পারলেন না। যাঁরা পারলেন না, তাঁরা অফলাইন রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করতেন কলেজগুলোর সঙ্গে।

আরও পড়ুন, হিজলির জঙ্গলে কাঁটাতার দিয়ে ঘেরা ঘর, ভিতরে উদ্ধার ২ হাজার শাড়ি

advertisement

ইডির সন্দেহ এরপরেই শুরু হত দুর্নীতি। কারণ, নিয়ম অনুযায়ী অফলাইনে রেজিস্ট্রেশন অনুমোদন দেওয়ার ক্ষমতা কেবল মাত্র ছিল পর্ষদ সভাপতির হাতেই । ইডির সন্দেহ, এই বিষয়টিকেই হাতিয়ার করেছিলেন মানিক ভট্টাচার্য। সার্ভার জ্যামের কৌশল এই দুর্নীতিরই একটা অঙ্গ বলে মনে করা হচ্ছে।

ইডি সূত্রের দাবি, সার্ভারে কারসাজি করে অল্প সংখ্যায় অনলাইনে রেজিস্ট্রেশন দেখিয়ে বলা হত আসন পূর্ণ হয়নি। নির্ধারিত দিন পেরিয়ে যাওয়ার পরে অফলাইনে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করার পিছনেও ছিল বড় পরিকল্পনা। তদন্তকারীদের অনুমান, ক্ষমতাকে কাজে লাগিয়ে প্রতি কলেজ থেকে ছাত্র পিছু মোটা টাকা হাতিয়ে নেওয়া হত। এক্ষেত্রে ছাত্র পিছু মানিকের জন্য বরাদ্দ ছিল ৫০০০ টাকা ।

advertisement

আরও পড়ুন, কামড় কাণ্ডে অভিযুক্ত পুলিশকর্মীকে তলব, জিজ্ঞাসাবাদ চাকরিপ্রার্থী অরুণিমাকেও

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ইডির দাবি, এখানেই শেষ নয়।  ছাত্র পিছু অফলাইন রেজিস্ট্রেশনে এসেছে আরও বেশি টাকা। আর এই টাকার ভাগ কলেজগুলোর কাছে যেতে বলেও অনুমান করছেন তদন্তকারীরা। আগামী দিনে কলেজগুলোকে নোটিস ইস্যু করা হবে বলে খবর।

বাংলা খবর/ খবর/কলকাতা/
ছাত্রপিছু থাকত মোটা টাকার টার্গেট, জ্যাম করা হত সার্ভার! মনে করছে ইডি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল