TRENDING:

Nusrat Jahan Case: নুসরতের সম্পত্তি, ফ্ল্যাট ও বিদেশ ভ্রমণের উপর নজর ইডির! মঙ্গলবার হল বয়ান রেকর্ড

Last Updated:

Nusrat Jahan Case: নুসরতের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে ইডিতে, সে খানে ব্যাঙ্কিং লেনদেন-এর বিষয়ে নথি দেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সাংসদ নুসরত জাহানের বিপুল পরিমাণ সম্পত্তি, ফ্ল্যাট ও বিদেশ যাত্রার দিকে নজর ইডির। নুসরতের বিপুল  ফ্ল্যাট সম্পত্তি, বিদেশ যাত্রার পিছনে কি এই মোটা টাকার একাংশ রয়েছে? আয়-ব্যায়ের নথি খতিয়ে দেখছে ইডি। ফ্ল্যাট প্রতারণা মামলায় যে টাকা নেওয়া হয়েছিল প্রতারিতদের থেকে সেই টাকা কোথায় কোথায় ব্যবহার হয়েছে? নুসরতের ফ্ল্যাটের টাকা কোথা থেকে এসেছিল? কোন অ্যাকাউন্ট থেকে টাকা পেমেন্ট হয়েছে? প্রতারনার কতগুলো অ্যাকাউন্টে সেই টাকা গিয়েছে? নুসরাত জাহানকে জিজ্ঞাসাবাদ করে  বয়ান রেকর্ড করা হবে।
তৃণমূল সাংসদ নুসরত জাহান
তৃণমূল সাংসদ নুসরত জাহান
advertisement

নুসরতের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে ইডিতে, সে খানে ব্যাঙ্কিং লেনদেন-এর বিষয়ে নথি দেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কত টাকার লেনদেন হয়েছে? প্রতারিতদের অভিযোগের পরেও কেন টাকা ফেরত দেওয়া হয়নি?কোম্পানিতে নুসরত ডিরেক্টর পদে ছাড়া বাকি যাঁরা ছিলেন, সেই রূপলেখা, রাকেশ তাঁদের ভূমিকা সম্পর্কে নুসরত কী কী জানেন? সেই প্রশ্ন করা হচ্ছে বলে খবর৷

advertisement

নুসরতের ফ্ল্যাটের টাকা কোথা থেকে এল?  ইডির অভিযোগ,  ফ্ল্যাটের যে টাকা সেই টাকা প্রতারিতদের একাংশের থেকে গিয়েছে বলে অনুমান ৷ ফ্ল্যাটের নথি খতিয়ে দেখছে ইডি। মঙ্গলবার  সকালে ১১ টা ১৫ মিনিটে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন নুসরত জাহান। নুসরতকে জিজ্ঞাসাবাদের জন্য এক মহিলা অফিসার-সহ অন্যান্য ইডির তদন্তকারী আধিকারিকরা উপস্থিত ছিলেন। তখনই বয়ান রেকর্ড করে ইডি।

advertisement

আরও পড়ুন, সেপ্টেম্বরের শেষেই ভারতীয় রেলে উৎসবের মরশুম! দার্জিলিং মেল, পদাতিকে বড় খবর

আরও পড়ুন, কথা দিয়েছিলেন অভিষেক, ঘোষণা করে দিলেন মমতা! ধূপগুড়ির জন্য বিরাট আনন্দ সংবাদ

অভিযোগ, ফ্ল্যাট বানানোর জন্য ৪২৯ জনের থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নেওয়া হয় যা সব মিলিয়ে ২৩ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার টাকা। নয় বছর পরে কোনও ফ্ল্যাট পাইনি তাঁরা । কোম্পানি থেকে আর কোন, কোন ব্যক্তির কাছে টাকা পৌঁছে ছিল ডিরেক্টর হিসেবে, তিনি কী কিছু জানেন? ইডির নজর আর কোন কোন ব্যক্তির কাছে এই টাকা পৌঁছে গিয়েছে, আর লাভবান হয়েছেন কারা কারা?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

ARPITA HAZRA

বাংলা খবর/ খবর/কলকাতা/
Nusrat Jahan Case: নুসরতের সম্পত্তি, ফ্ল্যাট ও বিদেশ ভ্রমণের উপর নজর ইডির! মঙ্গলবার হল বয়ান রেকর্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল