নুসরতের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে ইডিতে, সে খানে ব্যাঙ্কিং লেনদেন-এর বিষয়ে নথি দেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কত টাকার লেনদেন হয়েছে? প্রতারিতদের অভিযোগের পরেও কেন টাকা ফেরত দেওয়া হয়নি?কোম্পানিতে নুসরত ডিরেক্টর পদে ছাড়া বাকি যাঁরা ছিলেন, সেই রূপলেখা, রাকেশ তাঁদের ভূমিকা সম্পর্কে নুসরত কী কী জানেন? সেই প্রশ্ন করা হচ্ছে বলে খবর৷
advertisement
নুসরতের ফ্ল্যাটের টাকা কোথা থেকে এল? ইডির অভিযোগ, ফ্ল্যাটের যে টাকা সেই টাকা প্রতারিতদের একাংশের থেকে গিয়েছে বলে অনুমান ৷ ফ্ল্যাটের নথি খতিয়ে দেখছে ইডি। মঙ্গলবার সকালে ১১ টা ১৫ মিনিটে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন নুসরত জাহান। নুসরতকে জিজ্ঞাসাবাদের জন্য এক মহিলা অফিসার-সহ অন্যান্য ইডির তদন্তকারী আধিকারিকরা উপস্থিত ছিলেন। তখনই বয়ান রেকর্ড করে ইডি।
আরও পড়ুন, সেপ্টেম্বরের শেষেই ভারতীয় রেলে উৎসবের মরশুম! দার্জিলিং মেল, পদাতিকে বড় খবর
আরও পড়ুন, কথা দিয়েছিলেন অভিষেক, ঘোষণা করে দিলেন মমতা! ধূপগুড়ির জন্য বিরাট আনন্দ সংবাদ
অভিযোগ, ফ্ল্যাট বানানোর জন্য ৪২৯ জনের থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নেওয়া হয় যা সব মিলিয়ে ২৩ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার টাকা। নয় বছর পরে কোনও ফ্ল্যাট পাইনি তাঁরা । কোম্পানি থেকে আর কোন, কোন ব্যক্তির কাছে টাকা পৌঁছে ছিল ডিরেক্টর হিসেবে, তিনি কী কিছু জানেন? ইডির নজর আর কোন কোন ব্যক্তির কাছে এই টাকা পৌঁছে গিয়েছে, আর লাভবান হয়েছেন কারা কারা?
ARPITA HAZRA