TRENDING:

Jyotipriya Mallick: ফিরে গেল মিষ্টির প্যাকেট! বনমন্ত্রীর বাড়িতে বিজয়া করতে এসে হতভম্ব অতিথিরা

Last Updated:

একা সব্যসাচী দত্ত নন, এ দিন তৃণমূলের অনেক ছোট বড় নেতা, কর্মী সমর্থকরাও এ দিন বনমন্ত্রীর বাড়িতে বিজয়ার শুভেচ্ছা জানাতে এসে অবাক হয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সদ্য দুর্গা পুজো শেষ হয়েছে৷ বনমন্ত্রী তথা তৃণমূলের উত্তর চব্বিশ পরগণার ডাকাবুকো নেতা হিসেবেই পরিচিত জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে প্রতি বছরের মতো এবারেও তাই বিজয়া সারতে আসছেন বহু মানুষ৷ কিন্তু বৃহস্পতিবার সকালে তাঁদের প্রায় সবাইকেই সঙ্গে নিয়ে আসা মিষ্টি নিয়ে ফেরত যেতে হল৷ কারণ বিজয়া সারবেন কী, বনমন্ত্রীর বাড়িতে সাতসকালেই যে হানা দিয়েছে ইডি৷
বনমন্ত্রীর বাড়িতে বিজয়া করতে এসে ফিরে যান তৃণমূল নেতা সব্যসাচী দত্ত৷
বনমন্ত্রীর বাড়িতে বিজয়া করতে এসে ফিরে যান তৃণমূল নেতা সব্যসাচী দত্ত৷
advertisement

শুধু তৃণমূলের সাধারণ কর্মী, সমর্থক অথবা বনমন্ত্রীর অনুগামীরা নন৷ এ দিন জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বিসি ২৪৫ নম্বর বাড়িতে বিজয়া করতে এসে রীতিমতো থতমত খেয়ে যান তৃণমূল নেতা তথা বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত৷ মিষ্টির প্যাকেট হাতে বনমন্ত্রীর বাড়িতে ঢোকার সময়ই তাঁকে আটকান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ তখন সব্যসাচীকে বলতে শোনা যায়, পরীক্ষা করেই দেখুন না, আমার কাছে মিষ্টির প্যাকেট ছাড়া কিছুই নেই৷

advertisement

যদিও তাতেও কাজের কাজ হয়নি৷ শেষ পর্যন্ত সঙ্গে নিয়ে আসা মিষ্টির বাক্স নিয়েই ফিরে যান সব্যসাচী দত্ত৷ সংবাদমাধ্যমকে তিনি বলেন, প্রতি বছরই তো বিজয়া করতে আসি আর আমার বাড়ির লক্ষ্মী পুজোতে যাওয়ার নিমন্ত্রণ করে যাই৷ আজকে তো সকালে উঠে আমি টিভি দেখিনি৷ ফলে কী হয়েছে জানতাম না৷’

আরও পড়ুন: রাত বাড়তেই জ্যোতিপ্রিয়র বাড়িতে আরও কেন্দ্রীয় বাহিনী! কী ঘটবে, তুঙ্গে জল্পনা

advertisement

একা সব্যসাচী দত্ত নন, এ দিন তৃণমূলের অনেক ছোট বড় নেতা, কর্মী সমর্থকরাও এ দিন বনমন্ত্রীর বাড়িতে বিজয়ার শুভেচ্ছা জানাতে এসে অবাক হয়েছেন৷ কারণ কেন্দ্রীয় বাহিনীর বাধায় কেউই ভিতরে ঢুকতে পারেননি৷ বেলা যত বাড়তে থাকে, বিজয়া করতে আসা মানুষের ভিড়ও বাড়তে থাকে বনমন্ত্রীর বাড়ির সামনে৷ একটা সময়ের পর পরিস্থিতি এমন হয় যে ভিড় নিয়ন্ত্রণের জন্য পুলিশের সাহায্য নিতে হয় ইডি-কে৷ বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই বনমন্ত্রীর বাড়িতে বিজয়া করতে আসা অতিথিদের আটকে দেয় পুলিশ৷ ফলে বনমন্ত্রীকে দেওয়ার জন্য নিয়ে আসা মিষ্টির প্যাকেট নিয়েই ফেরত যেতে হয় বহু মানুষকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

বৃহস্পতিবার জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির তল্লাশি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ভোরবেলা লোকে বালুর বাড়িতে বিজয়া দশমী সারতে গিয়ে দেখছে ইডি তল্লাশি চলছে৷ আমার প্রশ্ন, একজন বিজেপি নেতার বাড়িতে তল্লাশি হয়েছে?

বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya Mallick: ফিরে গেল মিষ্টির প্যাকেট! বনমন্ত্রীর বাড়িতে বিজয়া করতে এসে হতভম্ব অতিথিরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল