TRENDING:

ইকো পার্কে বিজয়া সম্মেলন, থাকবে মুখ্যমন্ত্রী, আমন্ত্রণ শিল্পপতিদের, হচ্ছে মেগা আয়োজন

Last Updated:

সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আমন্ত্রণ জানানো হচ্ছে একাধিক শিল্পপতিদেরও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এ বারের দুর্গাপুজোর আয়োজন ছিল বিস্তৃত৷ ইউনেস্কোর স্বীকৃতির পরে এ বছর পুজো আয়োজনে ছিল বিপুল সমারহ৷ উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র পুজোর আয়োজনে ছিল আলাদা মাত্রা৷ তেমনই এ বার আলাদা মাত্রা পেয়েছিল এ বারের পুজোর কার্নিভালও৷ সব মিলিয়ে পুজোয় এ বার ছিল আলাদা মাত্রা৷ পাশাপাশি, পুজোর বিপুল আর্থিক লেনদেনেও হয়েছে৷ অর্থাৎ, পুজোর মতো উৎসবের হাত ধরে বিপুর বাণিজ্যিক লেনদেনের মুখ দেখে রাজ্য৷
ফাইল চিত্র
ফাইল চিত্র
advertisement

এ বার সেই পুজো পরবর্তী বিজয়া সম্মেলন আয়োজিত হতে চলেছে ইকোপার্কে৷ বুধবার ইকোপার্কের বিজয়া সম্মেলনের আয়োজিত হতে চলেছে৷ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আমন্ত্রণ জানানো হচ্ছে একাধিক শিল্পপতিদেরও। আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বদেরও। দুর্গাপুজোর পর সাধারণত এই বিজয়া সম্মেলনের অনুষ্ঠান করে থাকেন মুখ্যমন্ত্রী। রাজ্য শিল্প দফতরের উদ্যোগে এই বিজয়া সম্মেলনের অনুষ্ঠান হবে ইকো পার্কের মিস্টিকা বাঙ্কয়েটে।

advertisement

আরও পড়ুন: ‘বামেরা এ বার মমতাদির নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে লড়বে’, কী কারণে এই মন্তব্য কুণাল ঘোষের

আরও পড়ুন: ‘আমাদের দলের বিরুদ্ধে চক্রান্ত চলছে, সতর্ক থাকতে হবে...’ মন্তব্য তাপস রায়ের

এ বারের পুজো সব দিক থেকেই ছিল রাজ্যের কাছে স্পেশাল৷ ইতিমধ্যে কলকাতার দর্গাপুজোর উৎসব পেয়েছে হেরিটেজ তকমা৷ এ ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে এই পুজোর গ্রহণযোগ্যতা বেড়েছে অনেকটা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এ বারের পুজোয় এসেছেন কলকাতায়৷ পুজোর কার্নিভালের মেগা আয়োজনেও সেই ছবিই ধরা পড়েছে৷ সব মিলিয়ে পুজোর বিপুল বিস্তৃতি নজর কেড়েছে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
ইকো পার্কে বিজয়া সম্মেলন, থাকবে মুখ্যমন্ত্রী, আমন্ত্রণ শিল্পপতিদের, হচ্ছে মেগা আয়োজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল