এ বার সেই পুজো পরবর্তী বিজয়া সম্মেলন আয়োজিত হতে চলেছে ইকোপার্কে৷ বুধবার ইকোপার্কের বিজয়া সম্মেলনের আয়োজিত হতে চলেছে৷ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আমন্ত্রণ জানানো হচ্ছে একাধিক শিল্পপতিদেরও। আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বদেরও। দুর্গাপুজোর পর সাধারণত এই বিজয়া সম্মেলনের অনুষ্ঠান করে থাকেন মুখ্যমন্ত্রী। রাজ্য শিল্প দফতরের উদ্যোগে এই বিজয়া সম্মেলনের অনুষ্ঠান হবে ইকো পার্কের মিস্টিকা বাঙ্কয়েটে।
advertisement
আরও পড়ুন: ‘বামেরা এ বার মমতাদির নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে লড়বে’, কী কারণে এই মন্তব্য কুণাল ঘোষের
আরও পড়ুন: ‘আমাদের দলের বিরুদ্ধে চক্রান্ত চলছে, সতর্ক থাকতে হবে...’ মন্তব্য তাপস রায়ের
এ বারের পুজো সব দিক থেকেই ছিল রাজ্যের কাছে স্পেশাল৷ ইতিমধ্যে কলকাতার দর্গাপুজোর উৎসব পেয়েছে হেরিটেজ তকমা৷ এ ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে এই পুজোর গ্রহণযোগ্যতা বেড়েছে অনেকটা৷
পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এ বারের পুজোয় এসেছেন কলকাতায়৷ পুজোর কার্নিভালের মেগা আয়োজনেও সেই ছবিই ধরা পড়েছে৷ সব মিলিয়ে পুজোর বিপুল বিস্তৃতি নজর কেড়েছে৷