করোনার ভয়ে যারা পুজোর (Durga Puja 2021) সময় সুরুচির ঠাকুর দেখতে পারবেন না বলে মনে মনে দুঃখ পাচ্ছিলেন, তাদের জন্যে এটা খানিকটা সুখবর। পুজো উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে, ঘরে বসে মিলবে একেবারে মণ্ডপের স্বাদ। কোনও ছোটখাটো মুহূর্ত বাদ দেওয়া হবে না ঘরে বসে থাকা মানুষদের জন্যে। যাতে কারও মনে না হয় সে প্যান্ডেলে নয়, বাড়িতে বসে ঠাকুর দেখছেন।
advertisement
আরও পড়ুন: রাজনীতিতে কাঁধে কাঁধ! 'ছেড়ে দেবনা! পুজোর লড়াইয়ে জোর টক্কর সতীর্থদের পরস্পরের...
উদ্যোক্তাদের (Durga Puja 2021) তরফ থেকে জানানো হয়েছে সুরুচি সঙ্ঘ (Suruchi Sangha) অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সবটাই সম্প্রচারিত হবে। এছাড়া ফেসবুক লাইভ দেখা যাবে টানা। ২৪ ঘন্টাই এই টানা লাইভ সম্প্রচারের জন্যে, চারটি ক্যামেরা বসানো হয়েছে। যার মাধ্যমে এই লাইভ দেখানো হবে। মাতৃবন্দনার কোনও কিছুই এতে বাদ যাবে না বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফ থেকে।
এই পুজোর (Durga Puja 2021) অন্যতম উদ্যোক্তা মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ও বহু বিদেশি এই মণ্ডপ দেখতে আসেন। এবারে করোনার কারণে তারা অনেকেই আসতে পারছেন না। ফলে তাদের কথা ভেবে আমরা এই লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছি। ডিজিটালি ঘরে বসেও যাতে এর স্বাদ সকলে নিতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে কোভিড সংক্রমণ রুখতে যারা দর্শনার্থী আসবেন তাদের মাস্ক ও স্যানিটাইজার দেবে সুরুচি (Suruchi Sangha) ৷
আরও পড়ুন: বুর্জ খলিফা: বাড়বে Corona! 'NO ENTRY' শ্রীভূমির, অতিরিক্ত উৎসাহই জল ঢালল নবমীতে...
প্রায় দশ হাজার প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে পুজো (Suruchi Sangha) করানোর জন্যে কোন পরিবার কখন আসবেন তার শিডিউল আগে থেকেই ক্লাব জানিয়ে দেবে। সেই সময় অনুযায়ী তারা আসবেন। যাতে ভিড় না হয় তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু নিউ আলিপুরে একাধিক ব্লক আছে। তাই ব্লক ধরে ধরে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবছর সুরুচি সঙ্ঘে এখনও সিঁদূর খেলা নিয়ে সিদ্ধান্ত হয়নি। তবে দুরত্ব মেনে প্রতিমা বরণ করবেন মহিলারা। করোনা আবহ কাটিয়ে কী ভাবে পুজো করা যায় সেই দিক তুলে ধরতে চাইছে সুরুচি। তাই ডিজিটাল মাধ্যমে জোর দেওয়া হচ্ছে। মিটছে পুজো অনুরাগীদের ঠাকুর দেখার আবদার।