Sreebhumi || Durga Puja 2021: বুর্জ খলিফা: বাড়বে Corona! 'NO ENTRY' শ্রীভূমির, অতিরিক্ত উৎসাহই জল ঢালল নবমীতে...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Sreebhumi || Durga Puja 2021: ভিড়ই কাল হল! শ্রীভূমিতে নবমীতেই 'নো এন্ট্রি'! প্রবেশের অধিকার কেবলমাত্র এই শর্তে...
কোথায় সেই দর্শনার্থীদের ভিড! এমনকি বাজছে না কোনও আবহ সঙ্গীতও। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে কেবল পুলিশ পুলিশে ছয়লাপ। নজিরবিহীন ছবি। অষ্টমীর মধ্যরাত থেকেই ঘোষণা করে দেওয়া হয়, নবমী থেকে শ্রীভূমির পুজোয় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ। সেই মত সকাল থেকে কাউকেই সেভাবে মণ্ডপের সামনে দেখতে পাওয়া যায়নি। যাঁদের দেখা গিয়েছে, তাঁদের বেশিরভাগই উদ্যোক্তা এবং হাতে গোনা কয়েকজন আবাসিক।
advertisement
পুজো মণ্ডপে মোট তিনটি প্রবেশ ও বাহির পথ রয়েছে। একটা ঘোলাকাটার দিক থেকে, একটি কেষ্টপুর, আরেকটি ভিআইপি এন্ট্রি এক্জিট পয়েন্ট রয়েছে। সব কটি প্রবেশ পথেই পুলিশ পিকেট বসানো হয়েছে। শ্রীভূমির পুজো মণ্ডপের সামনে আবাসিকরা ছাড়া আর কোনও দর্শনার্থীদের নবমীর সকালে দেখা গেল না। শুধুমাত্র আবাসিকরাই পরিচয়পত্র দেখিয়ে মণ্ডপে প্রবেশ করতে পারছেন।
advertisement
advertisement
মানুষের নিরাপত্তার কথা ভেবেই দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধের সিদ্ধান্ত বলে জানানো হয়। এরপরেই এই নিয়ে পুজো উদ্যোক্তাদের সঙ্গে দফায় দফায় বচসা, কথা কাটাকাটি শুরু হয় পুলিশের। পুজো বন্ধ করে ঘট পুজো করার ভাবনা, মণ্ডপ থেকে পুলিশ প্রহরা তুলে নেওয়ার আর্জি- এই সব মিলিয়ে গোটা পরিস্থিতি অষ্টমী থেকেই উত্তপ্ত হয়ে ওঠে।
advertisement
এরপরে অষ্টমীতে মাঝরাত গড়ানোর পরই সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। উচ্চ পদস্থ পুলিশ কর্তাদের উপস্থিতিতে দমকলমন্ত্রী তথা পুজোর অন্যতম উদ্যোক্তা সুজিত বসু জানিয়ে দেন, আজ, অর্থাত্ নবমী থেকে কোনও দর্শনার্থী শ্রীভূমি পুজো মণ্ডপে ঢুকতে পারবেন না। তবে পুজোর অনান্য উপাচার স্বাভাবিক নিয়মেই চলবে।
advertisement
advertisement