TRENDING:

Dumdum: হুড়মুড়িয়ে ঢুকল পুলিশ, মাথা ঢেকে টেনে-হিঁচড়ে বের করে আনল কম বয়সী বহু মেয়েকে, ভয়ঙ্কর অভিযোগ

Last Updated:

Dumdum Arrest: কল সেন্টারের আড়ালে বিপুল অঙ্কের সাইবার প্রতারণা। দমদমের একটি বাড়িতে চলত মূলত বেআইনি এই কল সেন্টার। ঘটনার জেরে ইতিমধ্যেই ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ কল সেন্টারের আড়ালে বিপুল অঙ্কের সাইবার প্রতারণা। দমদমের একটি বাড়িতে চলত মূলত বেআইনি এই কল সেন্টার। ঘটনার জেরে ইতিমধ্যেই ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, অফিসের মতোই দিনের বেলায় এসে রাতে সবাই চলে যেত, রাতে ফাঁকাই থাকত বাড়ি। দরজা-জানলা বন্ধ করে অফিস চলত, তবে অনেকের কাছেই এদের কার্যকলাপ সন্দেহজনক লাগত।
News18
News18
advertisement

পুলিশকর্মীর বাড়িতেই সাইবার প্রতারকদের ডেরা। কল সেন্টারের আড়ালে বিপুল অঙ্কের সাইবার প্রতারণা। দমদম বিমানবন্দর সংলগ্ন এলাকায় একটি বাড়ি থেকে মূলত এই বেআইনি কল সেন্টার চলত। সোমবার রাতে ব্যারাকপুর কমিশনারেটের সঙ্গে যৌথ অভিযানে মোট ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ বরফের মতো গলে পেটের চর্বি! বিনা খরচের এই ঘরোয়া জুস বাড়ায় ত্বকের জেল্লা, জানুন কীভাবে খাবেন

advertisement

এলাকাবাসীর দাবি, অফিসের মতোই দিনেরবেলায় এসে রাতে সবাই চলে যেত, রাতে ফাঁকাই থাকত বাড়ি। দরজা জানলা বন্ধ করে অফিস চলত, তবে অনেকের কাছেই এদের কার্যকলাপ সন্দেহজনক লাগত। বাড়ির মালিক নিরুপম চট্টোপাধ্যায় পুলিশকর্মী হিসেবে এলাকায় পুরোনো পরিচিত হলেও, এখানে ভাড়াটে বা কাজ করা কারও সঙ্গেই কোনও পরিচয় ছিল না এলাকার বাসিন্দাদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জানা গিয়েছে, পাঁশকুড়া থানা মোট দু’জনকে গ্রেফতার করেছে। একজন মহিলাকে আগে উত্তরপাড়া থেকে গ্রেফতার করা হয়েছিল। তাকে জেরা করেই এই বেআইনি কল সেন্টারের হদিশ মেলে। সোমবার অভিযান চালিয়ে কল সেন্টারের মালিককে গ্রেফতার করে। বাকি ১৭ জন মহিলা টেলিকলারকে গ্রেফতার করেছে স্থানীয় থানা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dumdum: হুড়মুড়িয়ে ঢুকল পুলিশ, মাথা ঢেকে টেনে-হিঁচড়ে বের করে আনল কম বয়সী বহু মেয়েকে, ভয়ঙ্কর অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল