হাইওয়েতে ৬ লেনের রাস্তা সম্প্রসারণের জন্য কলকাতামুখী যে সমস্ত পণ্যবাহী গাড়ি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে হুগলি সেতু হয়ে কলকাতায় ঢুকত সেই গাড়িগুলি এখন থেকে নিবেদিতা সেতু হয়ে ডানলপ বিটি রোড দিয়ে কলকাতায় প্রবেশ করবে বলে জানানো হয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে।
আরও পড়ুন: ট্র্যাফিক সিগন্যাল না মেনেই বিপদে ! যাদবপুরের সুলেখা মোড়ে ধরা পড়ল ‘ভুয়ো’ পুলিশ
advertisement
এরপরেও যদি সেখানে গাড়ির চাপ বাড়ে তাহলে পরবর্তীতে দ্বিতীয় পরিকল্পনায় বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে বাইপাস ধরে বাণিজ্যিক গাড়ি গুলিকে কলকাতায় প্রবেশ করানোর কথা চিন্তা করা হবে জানানো হয়েছে ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে।
এই প্রসঙ্গে কলকাতা ট্র্যাফিক পুলিশের এক আধিকারিক বলেন, “কয়েক মাস ধরে কোনা এক্সপ্রেসেওয়েতে কাজ চলছে। আমরা এতদিন ধরে যান নিয়ন্ত্রণ করছিলাম।
এখন সাঁতরাগাছি তে কাজ হওয়ার জন্য রাস্তা সরু হয়ে যাচ্ছে সমস্যা হচ্ছে, অনেক বাণিজ্যিক যানবাহন যেগুলো যাওয়া আসা করে।”
তিনি আরও বলেন, “মানুষের যাতায়াতে যাতে সমস্যা না হয় সেই কারণে কলকাতা পুলিশের সঙ্গে আমরা একটি টিম গঠন করেছি কিছু সিদ্ধান্ত নিয়েছে।”
আরও পড়ুন: অবশেষে কল্যাণের সঙ্গে একান্ত বৈঠকে অভিষেক! তারপরেই কল্যাণ যা বললেন, সংঘাত কি মিটবে?
একইসঙ্গে ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সকাল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত বাণিজ্যিক গাড়ি গুলি দিল্লি রোড এর বদলে মাইতি পাড়া থেকে ডানলপ হয়ে থাকে টালা দিয়ে ঢোকানো হবে। কোনো এক্সপ্রেসেওয়েতে যাতে চাপ না থাকে, তাই দুপুরবেলায় যে স্বল্প পণ্যবাহী গাড়ি কলকাতায় প্রবেশ করত সেগুলোকে আপাতত বন্ধ করা হবে।
আগামী ১০ তারিখ থেকেই বন্ধ থাকবে এই পণ্যবাহী গাড়ি চলাচল। কাজ শেষ হওয়ার পরই আবার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই এক্সপ্রেসওয়ের কাজ আগামী ২০২৭ সালের জুন মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা।