Rakhi Bandhan 2025: ২৯৭ বছর পর দুর্লভ যোগ! ছয় গ্রহের দুরন্ত চালে রাখীর দিনেই কপাল খুলবে কোন কোন রাশির? কাদের শুরু সোনালি সময়?

Last Updated:
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, এই বছর কর্কট রাশিতে সূর্য, মকর রাশিতে চন্দ্র, কন্যা রাশিতে মঙ্গল, বুধে কর্কট এবং বৃহস্পতি ও শুক্র মিথুন রাশিতে থাকবেন। অন্যদিকে, কুম্ভ রাশিতে রাহু এবং সিংহ রাশিতে কেতু থাকবেন। এমন সংযোগ শেষবার ১৭২৮ সালে দেখা গিয়েছিল। দেখে নেওয়া যাক কোন কোন রাশি এর ফলে লাভবান হবে।
1/6
জ্যোতিষাচার্য হর্ষবর্ধন শাণ্ডিল্যের মতে, ৫ আগস্ট ২০২৫ মঙ্গলবার পুত্রদা একাদশীর দিনটি পাঁচটি রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এই দিন গ্রহ-নক্ষত্রের অবস্থান অত্যন্ত অনুকূল থাকবে।
বৈদিক জ্যোতিষ অনুসারে প্রতিটি গ্রহ কিছু সময় অন্তর নিজের গ্রহ পরিবর্তন করে থাকে। আর গ্রহ পরিবর্তনের ফলেই দেশ দুনিয়ায় তার প্রভাব দেখতে পাওয়া যায়। আগামী রাখী পূর্ণিমাতেও ২৯৭ বছর পর এক বিশেষ সংযোগ সৃষ্টি হতে চলেছে।
advertisement
2/6
Astrology
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, এই বছর কর্কট রাশিতে সূর্য, মকর রাশিতে চন্দ্র, কন্যা রাশিতে মঙ্গল, বুধে কর্কট এবং বৃহস্পতি ও শুক্র মিথুন রাশিতে থাকবেন। অন্যদিকে, কুম্ভ রাশিতে রাহু এবং সিংহ রাশিতে কেতু থাকবেন। এমন সংযোগ শেষবার ১৭২৮ সালে দেখা গিয়েছিল। দেখে নেওয়া যাক কোন কোন রাশি এর ফলে লাভবান হবে।
advertisement
3/6
love horoscope, রাশিফল, মেষ রাশিফল,, বৃষ রাশিফল, মিথুন রাশিফল,, তুলা রাশিফল, কন্যা রাশিফল, কর্কট রাশিফল, বৃশ্চিক রাশিফল, সিংহ রাশিফল, ধনু রাশিফল, মকর রাশিফল, কুম্ভ রাশিফল, মীন রাশিফল, লটারি ভাগ্য কাদের, lottery predictions, aries horoscope, tauras horoscope, gemini horoscope, libra horoscope, virgo horoscope, cancer horoscope, capricorn horoscope, scorpio horoscope, leo horoscope, sagitarious horoscope, aquarious horoscope, pisces horoscope,
মকর রাশিএই ৬ গ্রহের দুর্লভ অবস্থান লাভজনক হতে চলেছে এই রাশির জন্য। এই সময় আর্থিক অবস্থা ভাল থাকবে। পদন্নোতির সম্ভাবনা। চাকরিজীবীদের নতুন দায়িত্ব লাভ হবে। একই সঙ্গে কোনও আইনি মামলার রায় আপনার অনুকুলে আসতে পারে। আয়ের সঞ্চয় করতে পারবেন।
advertisement
4/6
লটারি ভাগ্য, লটারি যোগ, লটারি সংখ্যা, লটারি, রাশিফল, মেষ রাশিফল,, বৃষ রাশিফল, মিথুন রাশিফল,, তুলা রাশিফল, কন্যা রাশিফল, কর্কট রাশিফল, বৃশ্চিক রাশিফল, সিংহ রাশিফল, ধনু রাশিফল, মকর রাশিফল, কুম্ভ রাশিফল, মীন রাশিফল, লটারি ভাগ্য কাদের, lottery predictions, aries horoscope, tauras horoscope, gemini horoscope, libra horoscope, virgo horoscope, cancer horoscope, capricorn horoscope, scorpio horoscope, leo horoscope, sagitarious horoscope, aquarious horoscope, pisces horoscope,
কুম্ভ রাশিছয় গ্রহের দুর্লভ সংযোগে কপাল খুলতে পারে এই রাশির জাতকদেরও। এই সময় আপনাদের মান-সম্মান বৃদ্ধি পাবে। একই সঙ্গে কোনও সুখবর পেতে পারেন। কর্মস্থলে মান-সম্মান এবং উন্নতি হবে এবং এই সময় আর্থিক স্থিতি ভাল হতে পারে।
advertisement
5/6
Mars Vakri, Mars retrograde Gemini, Mars retrograde 2025, zodiac signs, Mars Vakri benefits, astrology predictions, Gemini Mars retrograde, Mars retrograde effect, zodiac sign benefits, astrological influence, Mars in Gemini, zodiac signs under Mars Vakri, astrology insights, Mars retrograde impactমঙ্গল বক্র, মঙ্গল বক্র গেমিনি, মঙ্গল বক্র ২০২৫, রাশিচক্র, মঙ্গল বক্রের উপকারিতা, জ্যোতিষ ভবিষ্যদ্বাণী, গেমিনিতে মঙ্গল বক্র, মঙ্গল বক্র প্রভাব, রাশিচক্রের উপকারিতা, জ্যোতিষ শাস্ত্র, গেমিনিতে মঙ্গল, মঙ্গল বক্রের প্রভাব, জ্যোতিষী দৃষ্টিভঙ্গি, রাশিফল, মেষ রাশিফল,, বৃষ রাশিফল, মিথুন রাশিফল,, তুলা রাশিফল, কন্যা রাশিফল, কর্কট রাশিফল, বৃশ্চিক রাশিফল, সিংহ রাশিফল, ধনু রাশিফল, মকর রাশিফল, কুম্ভ রাশিফল, মীন রাশিফল, লটারি ভাগ্য কাদের, lottery predictions, aries horoscope, tauras horoscope, gemini horoscope, libra horoscope, virgo horoscope, cancer horoscope, capricorn horoscope, scorpio horoscope, leo horoscope, sagitarious horoscope, aquarious horoscope, pisces horoscope,
তুলা রাশিএই রাশির জাতকদের জন্য এই সময়টা খুবই ভাল যাবে। আপনাদের আটকে থাকা কাজ সম্পন্ন হবে। কোনও বিলাসবহুল সামগ্রী কিনতে পারেন। ধনলাভ হতে পারে। বিদ্যার্থীদের সফলতা আসতে পারে এই সময়।
advertisement
6/6
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement