আরও পড়ুন: নতুন পরিকল্পনা তৃণমূলের, গ্রামে-গ্রামে যাচ্ছেন নেতারা! লক্ষ্য কিন্তু স্পষ্ট
বুধবার. ইম্ফল বিমানবন্দরে খারাপ আবহাওয়া থাকার কারণে বিমান নামতে না পেরে মাঝ আকাশে চক্কর খাচ্ছিল একটি বিমান। কিন্তু এক সময় বিমানের জ্বালানি প্রায় শেষের পথে চলে আসে। তারপরেই তড়িঘড়ি পথ বদলে কলকাতা বিমানন্দরের পথে নিয়ে আসা হয় বিমানটিকে। নিরাপদে কলকাতা বিমানবন্দরে অবতন করে এই বিমান।
advertisement
আরও পড়ুন: বাম আমলে বিধানসভা ভাঙচুরে কী ব্যবস্থা? হঠাৎ হাই কোর্টে উঠে গেল 'সেই' প্রসঙ্গ!
দিল্লি থেকে ইম্ফল যাচ্ছিল একটি ইন্ডিগোর বিমান 6E2615। ইম্ফল বিমানবন্দরের খারাপ আবহাওয়া যার কারণে বিমান নামতে না পেরে চক্কর খাচ্ছিল। সেই সময় বিমানের জ্বালানি প্রায় শেষ হয়ে গিয়েছিল। তারপরেই পাইলট এটিসির সঙ্গে যোগাযোগ করেন। এর পরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় কলকাতা বিমানবন্দরে। সেই বিমানে মোট ১৪১ জন যাত্রী ছিলেন।
Arpan Chakraborty