TRENDING:

Dog: পোষ্য কুকুরকে বিষ খাইয়ে খুন করা হয়েছে! নরেন্দ্রপুরের পশুকেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

Last Updated:

Dog: নরেন্দ্রপুর থানা এলাকার পুবালী গার্ডেনের একটি পশু কেন্দ্রের বিরুদ্ধে পোষ্য কুকুরকে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নরেন্দ্রপুর: নরেন্দ্রপুর থানা এলাকার পুবালী গার্ডেনের একটি পশু কেন্দ্রের বিরুদ্ধে পোষ্য কুকুরকে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ ঘটনায় ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পোষ্য কুকুরকে বিষ খাইয়ে খুন করা হয়েছে! নরেন্দ্রপুরের পশুকেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ   Representative Image
পোষ্য কুকুরকে বিষ খাইয়ে খুন করা হয়েছে! নরেন্দ্রপুরের পশুকেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ Representative Image
advertisement

অভিযোগকারীরা কুদঘাট এলাকার বাসিন্দা ইতুপর্ণা পাল। তাদের বাড়ির কাছেই ছিল এই পশু রক্ষণাবেক্ষণ সংস্থাটি, পরে সংস্থাটি কয়েকবার স্থান পরিবর্তন করে। বাড়ির পোষ্যের কোনও সমস্যা হলে এখানেই রাখা হত বলে জানান তারা। ৪ঠা ডিসেম্বর তারাও তাদের পোষ্যটিকে ওই কেন্দ্রে রাখেন। কিন্তু পরের দিনই পোষ্যের মৃত্যুর খবর পান—তাও আবার সঠিক সময়ে কেন্দ্রের তরফে কোনও বার্তা ছাড়াই।

advertisement

আরও পড়ুন: শীত যতই পড়ুক, জমবে না নারকেল তেল! কনকনে ঠান্ডাতেও থাকবে দিব্যি তরল, ৪ সেরা উপায় শিখে নিন

আরও পড়ুন: কয়েক ঘণ্টার অপেক্ষা…শনিবারেই মহাশক্তিশালী যোগ তৈরি করবে বুধ-বৃহস্পতি! কপাল খুলবে মিথুন-সহ ৩ রাশির, শুরু হবে ভাগ্যের সোনালী সময়

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছাত্রছাত্রী থেকে অধ্যাপক, সবার চোখেই অশ্রু, বিদায় নিচ্ছেন প্রিয় শুভ্রাংশু স্যার
আরও দেখুন

তাদের অভিযোগ, খবর পেয়ে যখন কেন্দ্রটিতে পৌঁছোন, তখনই তারা দেখতে পান পোষ্যটি মৃত। পরে একটি পশুচিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক জানান—বিষ প্রয়োগের ফলেই মৃত্যুটি ঘটেছে। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন ইতুপর্ণা পাল। ঘটনার তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dog: পোষ্য কুকুরকে বিষ খাইয়ে খুন করা হয়েছে! নরেন্দ্রপুরের পশুকেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল