TRENDING:

Dilip Ghosh: 'সেটিং যে ছিল, তা স্পষ্ট', কোন প্রসঙ্গে এমন বললেন দিলীপ ঘোষ?

Last Updated:

Dilip Ghosh: বিজেপি-র প্রচারে শাসক দল তৃণমূল বাধা সৃষ্টি করছে বলে আগেই সুর চড়িয়েছিলেন দিলীপ ঘোষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যের চার পুরসভার নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে পিছিয়ে দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে। সেই চিঠিতে ভোটে পিছিয়ে দিলে আপত্তি নেই বলেও উল্লেখ করা হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রবিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণ কালে এ বিষয়ে ফের রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি।
দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ
advertisement

এদিন তিনি বলেন, ''এখন ভোট করার যে পরিবেশ নেই, সেটা সবাই জানে। আমরাও চেয়েছিলাম ভোট যাতে পিছিয়ে যায়। দু-তিন বছর কেন ভোট করেনি সরকার। কমিশন আর সরকার যে সেটিং করেছিল, সেটা স্পষ্ট। এখন ভোট হলে কত লোক তো ভোট দিতেই যেতে পারতেন না। তাই আমরা চেয়েছিলাম এই পরিস্থিতিতে ভোট পিছোক।''

advertisement

বিজেপি-র প্রচারে শাসক দল তৃণমূল বাধা সৃষ্টি করছে বলে আগেই সুর চড়িয়েছিলেন দিলীপ ঘোষ। এদিনও সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, ''প্রচার করতে গেলেই কেস দিয়ে দিচ্ছে। আমার নামে সল্টলেকে, রাজারহাটে অভিযোগ দায়ের করছে। প্রতিদ্বন্দ্বি বলতে আমরাই আছি শাসক দলের বিরুদ্ধে। শাসক দল ভাবছে ওরা একাই আছে। গায়ের জোরে চেষ্টা করছে সব জিতে নিতে। নিজেদের মধ্যে আলাদা মত উঠে আসছে তাই।''

advertisement

আরও পড়ুন: হৃদযন্ত্রের সমস্যায় মরণাপন্ন তিন দিনের শিশু, সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

রাজ্যের পুরভোট পিছিয়ে যাওয়ার বিষয়ে শনিবারই নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন দিলীপবাবু। বলেছিলেন, ''জল খাবে, কিন্তু ঘোলা করে খাবে। ঘোলা জল কে খাবে তা তো আমরা সবাই জানি। মানুষের চিন্তা নেই সরকারের, রাজনীতি আর নির্বাচনের চিন্তা করছে এখন। আজকে আদালতের থাপ্পড় খেয়ে নির্বাচন পিছোতে বাধ্য হয়েছে। পশ্চিমবঙ্গ এখন করোনাভাইরাসে এগিয়ে রয়েছে। কিন্তু সরকারের মাথায় এখন শুধুই ক্ষমতা দখলের চিন্তা। তাই নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে চালাচ্ছে। আদালত পরিস্থিতি বুঝে নিয়েছে। সেই কারণেই এমন রায় দিয়েছে।''

advertisement

আরও পড়ুন: হঠাৎ ঝাঁকুনি, বিকট আওয়াজ, ভাঙা ফিসপ্লেট! বড় দুর্ঘটনা এড়াল ডাউন দত্তপুকুর লোকাল

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশ তথা রাজ্যে। এই পরিস্থিতিতে পুরসভার নির্বাচন পিছিয়ে দিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল। সেখানে চার থেকে ছয় সপ্তাহ নির্বাচন পিছিয়ে দেওয়া যায় কিনা তা নির্বাচন কমিশনকে খতিয়ে দেখতে বলেছিল কলকাতা হাইকোর্ট। ৪৮ ঘন্টার মধ্যে তা জানাতেও বলা হয়েছিল। ২২ জানুয়ারি চার পুরসভা—আসানসোল, চন্দননগর, বিধাননগর এবং শিলিগুড়িতে ভোটের দিন ঠিক হয়েছিল। কিন্তু তা পিছিয়ে গেল। আপাতত ঠিক হয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি হবে ওই চার পুর নিগমের ভোট।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: 'সেটিং যে ছিল, তা স্পষ্ট', কোন প্রসঙ্গে এমন বললেন দিলীপ ঘোষ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল