করোনা আবহে ভোট প্রচারে সভা মিছিল বন্ধ রাখার কথা বলছে রাজ্য় নির্বাচন কমিশন। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন:
কমিশন যদি বলে তাহলে বন্ধ করা উচিত। আমরা তো আগে থেকেই বলেছিলাম ভোট করার মতো পরিবেশ নেই। একদিকে রাজনৈতিক হিংসা অন্যদিকে করোনার ভয়। সফল হবে কীভাবে, অনুকূল নেই পরিস্থিতি। কমপক্ষে বিশ হাজারের বেশি সংক্রমণ রোজ। বিশেষত কলকাতা এবং উত্তর ২৪ পরগনা যে এলাকাটা বেশি প্রভাবিত, সেখানেই হচ্ছে নির্বাচন। বাকি মহানগর গুলোতেও সেইরকম পরিস্থিতি। তাই আমরা বলেছিলাম দুবছর ধরে নির্বাচন হয়নি, যদি এক মাস-দুমাস পিছিয়ে দিতে অসুবিধার কী আছে?
advertisement
আরও পড়ুন: কলকাতা পুরসভায় করোনা আক্রান্ত ৬০০-এর বেশি কর্মী, রোজই বাড়ছে সংখ্যা
আরও পড়ুন: কলকাতার সরকারি-বেসরকারি হাসপাতালে গণহারে করোনা আক্রান্ত নার্সরা, পরিস্থিতি ভয়াবহ!
প্রশাসনের উদ্যোগ আমরা দেখতে পারছি না। স্কুল বন্ধ করে দেওয়া, লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া কাজের কথা নয়। কলেজ স্ট্রিটের বই পাড়াতে বইমেলার মতো ভিড়, কোথাও কিছু বন্ধ নেই। কিন্তু একটা বিধিনিষেধ তো করা উচিত।