ত্রিপুরার পুর ভোটের ফলাফল নিয়ে দিলীপ ঘোষ বলেন:
মনে তো হচ্ছে না লাফালাফিটাই হয়েছে। কাজের কাজ কিছু হবে না। আর এখান থেকে সব ধার করে নিয়ে গিয়ে কি ওখানে জেতা যায়? ওখানকার লোক ঠিক সিদ্ধান্তই নেবেন। আমার তো মনে হয় না তৃণমূল একটাও সিট পাবে বলে। যদি কোথাও বিজেপি প্রার্থী না দিয়ে থাকে, হয়ত জিততে পারে।
advertisement
কলকাতা পুর ভোটে তৃণমূলের প্রার্থী ঘোষণার পর ক্ষোভ বিক্ষোভ নিয়ে দিলীপ ঘোষ বলেন:
এটাই স্বাভাবিক তৃণমূলে। কেউ কেউ তো পার্টি থেকে পদত্যাগও করেছে। টিএমসি-র মধ্যে মুষল পর্ব শুরু হয়েছে। পার্টি বলে কিছু নেই, পুলিশ আছে আর গুন্ডা আছে। গুলি গোলা দিয়ে সরানো হচ্ছে। পার্টিকে সামলাতে পারছে না, সেজন্য ত্রিপুরা আর গোয়া দেখানো হচ্ছে। নির্বাচন তো এক তরফা হয়, জানে টিকিট পেলেই জিতে যাব। সে জন্যই মারামারি হচ্ছে।
বিজেপির পুরভোট সংক্রান্ত বৈঠকে সাংসদ অর্জুন সিংয়ের গরহাজির হওয়া নিয়ে দিলীপ ঘোষ বলেন:
ওটা চারটে ভাগে ভাগ করা হয়েছে, তারা নিজেরা বসে আলাদা আলাদা ভাবে ঠিক করছে। অর্জুন সিংয়ের দল ছাড়া জল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ''আমাকে নিয়েও জল্পনা হচ্ছে, আমিও নাকি দল ত্যাগ করছি।''
আরও পড়ুন: আজ 'সেমিফাইনালের' ফলপ্রকাশ, ত্রিপুরার পুরভোটে দাঁত ফোঁটাতে পারবে তৃণমূল?
কলকাতা পুরভোটে বাবুল সুপ্রিয়কে তৃণমূল প্রার্থী না করা নিয়ে দিলীপ ঘোষ বলেন:
সেই স্বপ্নটা কে দেখিয়েছিল? আপনারাই দেখাচ্ছেন। বাস্তবের মাটিতে পা রাখতে হবে।
আরও পড়ুন: 'কলকাতার প্রতি আলাদা ভালোবাসা'! তবে কি? বাবুল সুপ্রিয়র এক মন্তব্যেই ফের তোলপাড়
আপনাদের প্রার্থী ঘোষণা কবে হবে? এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন:
আমাদের পার্টি একটা অনুযায়ী সিস্টেমে চলে। বিধানসভার সময় অনেকেই লাফালাফি করেছে। খাতাই খুলতে পারেনি। ব্রিগেডেও বড় সভা করেছে। কিন্তু বিধানসভায় কী রেজাল্ট হয়েছে! রাজনীতিতে সমস্ত পার্টি নিজস্ব স্টাইলে চলে। আমরা সর্বভারতীয় পার্টি। যথা সময়ে ঠিক ঘোষণা হয়ে যাবে। আমাদের যারা কর্মী আছেন, তাদের প্রার্থী করার চান্সটাই বেশি এবং নির্বাচনে জেতার জন্যই আমরা লড়ি আর জেতার সম্ভাবনাটাই এবার বেশি।