বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন দিলীপ ঘোষ। তার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, ''বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আদৌ প্রধানমন্ত্রী এ রাজ্যের মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়েছেন কিনা, আসবেন বলেছেন কিনা, তা প্রমাণ সাপেক্ষ। মুখ্যমন্ত্রী মিডিয়াতে এই তথ্য দিয়েছেন। কী হয়েছে, ভিতরের কথা, আমরা জানিনা। উনি যা বলেন, তা সত্যি বলেন কিনা সন্দেহ। প্রধানমন্ত্রী এখনও কিছু বলেননি।'' এরপরই দিলীপের সংযোজন, ''তাও বলব, যদি উনি আসেন তাহলে রাজ্যের পক্ষে ভালো। মমতার এটাই দশ বছর আগে করা উচিৎ ছিল। তখন উনি বোঝেননি। মোদীজি-র ইমেজে গুজরাত আজ কী হয়ে গেছে! সেটা হয়তো উনি ত্রিপুরা যাওয়ার পর বুঝেছেন। মোদি মানেই শিল্প আর উন্নয়ন। তাই মোদিকে আনতে মমতা বন্দ্যোপাধ্যায় এখন তৎপর হয়েছেন। যদি এটা হয়, তাহলে বাংলার ছেলেরা চাকরি পাবে। বাংলার অর্থনীতি চাঙ্গা হবে। তবে আমি জানি না এটা কতটা ঠিক। আপনাদের সামনে উনি এটা বলার জন্য বলেছেন।''
advertisement
আরও পড়ুন: প্রার্থী-এজেন্টরা আক্রান্ত, তবু ত্রিপুরায় মাটি কামড়ে তৃণমূল! আগরতলায় আসবে জয়?
এরপরই ত্রিপুরা পুরভোট প্রসঙ্গে চলে যান দিলীপ ঘোষ। এ রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে বলেন, ''তৃণমূল এমন ভাব করছে যেন ত্রিপুরাতে ওরা একাই লড়ছে। ব্যাপারটা আদৌ তা নয়। শুধু আগরতলার কিছু আসনে প্রার্থী দিয়েছে। বাকি কোথাও নেই। আর অভিযোগ একটু করতে হয়। নাহলে মিডিয়া দেখাবে না। ওরাও প্রচার পাবে না।''
আরও পড়ুন: মোদি নয়, 'এই' BJP নেতার সঙ্গে মমতার বৈঠক ঘিরে তীব্র জল্পনা! তোলপাড় দিল্লি
এদিকে, কলকাতা পুরভোটের বিজ্ঞপ্তি জারি হতে পারে আজ। সেই প্রসঙ্গেও তৃণমূলকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, ''শুধু কলকাতা পুরসভায় নির্বাচন বিজ্ঞপ্তি জারি হলে আবার আদালতে যাবে বিজেপি। সমস্ত রাজ্যকে বঞ্চিত করে রেখে শুধু কলকাতায় কেন ভোট হবে? দু থেকে তিন বছর ধরে সব জায়গায় ভোট বাকি। সবার অধিকার আছে তাদের নির্বাচিত প্রতিনিধি পাওয়ার।''