প্রাথমিক শিক্ষা বোর্ডের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য পলাতক। তাঁঁর বিরুদ্ধে 'লুক আউট ' নোটিশ জারি করেছে সিবিআই।সেই বিষয়ে দিলীপ বলেন, '‘আরও অনেকে মিসিং হবেন। আরও অনেকে গায়েব হয়ে যাবেন। সিবিআই যত হাত বাড়াবে, তত পাড়ায় পাড়ায় গায়েব বাড়বে।'’ এদিন সকালে সিবিআই নিয়ে অনেকটা নরম দিলীপ। তিনি তাঁর পূর্বের মন্তব্যেই স্থির ছিলেন।তিনি বলেন, ‘' বিশ্বাস করা ছাড়া আর উপায় কি? আমাদের পোস্ট পোল ভায়োলেন্স এরপর, সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। যে দুর্নীতি নিয়ে চিন্তিত ছিলাম, তার তদন্ত হচ্ছে, এটাই বড় কথা।'’
advertisement
আরও পড়ুন- ছুটিতে ব্যাংকক থাইল্যান্ড যাওয়ার বিশেষ সুযোগ, চালু হচ্ছে নতুন দুটি উড়ান
আরও পড়ুন - জমিদাতাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করা হবে দাবি সুকান্ত মজুমদারের
এ রাজ্যে ২০১৫ সালের আগে বিজেপির প্রসার বঙ্গে কোনও ভাবেই ছিল না। দিলীপ ঘোষ ২০১৫ সালে এ রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই,অগ্নিকন্যার সঙ্গে রাজনৈতিক টক্কর দিতে শুরু করেন। যাঁর হাত ধরে এ রাজ্যে লোকসভায় ১৮টি সাংসদ ,৩টি বিধায়ক থেকে ৭৭টি বিধায়ক পেয়েছিল বিজেপি।
সেই দিলীপকে আহত করছে বঙ্গ বিজেপি।তবুও তিনি যে বাঘ।সেটা বারে বারে প্রমাণ করেন তিনি। যতই হোক তার সাজানো বাগান শেষ হচ্ছে,সুকান্ত মজুমদারের কার্যকালে দল ছেড়েছে প্রচুর কর্মী থেকে নেতা,বিধায়ক।রেগে ফুঁসছে ,নিচুতলার বিজেপি কর্মীরা। এখনো বিজেপির সর্ব-ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ লড়াই চালিয়ে যাচ্ছেন।এখনো তাঁর প্রতিটি রাজনৈতিক দিনের শুরু হয় ,প্রাতঃভ্রমণ থেকেই।
SHANKU SANTRA