Nashipur rail bridge: জমিদাতাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করা হবে দাবি সুকান্ত মজুমদারের 

Last Updated:

আজিমগঞ্জের নসীপুর রেল ব্রিজ পরিদর্শনে রাজ্যে বিজেপি সভাপতি ডাঃ সুকান্ত মজুমদার। মুর্শিদাবাদ জেলা সফরে এসে শুক্রবার আজিমগঞ্জ নসীপুর রেল ব্রিজের বাকি অংশের কাজ পরিদর্শন করেন সুকান্ত মজুমদার।

নসীপুর রেল ব্রীজ পরিদর্শনে ডাঃ সুকান্ত মজুমদার 
নসীপুর রেল ব্রীজ পরিদর্শনে ডাঃ সুকান্ত মজুমদার 
#মুর্শিদাবাদ:  আজিমগঞ্জের নসীপুর রেল ব্রিজ পরিদর্শনে রাজ্যে বিজেপি সভাপতি ডাঃ সুকান্ত মজুমদার। মুর্শিদাবাদ জেলা সফরে এসে শুক্রবার আজিমগঞ্জ নসীপুর রেল ব্রিজের বাকি অংশের কাজ পরিদর্শন করেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, অসমাপ্ত রেলের প্রকল্পের কাজ শেষ হবে শীঘ্রই। যারা প্রকৃত জমির মালিক তাদের কে চাকরি দিতে পারবে। তবে যারা চাকরি পাওয়ার যোগ্য তারা পাবে। কয়েক হাজার কোটি টাকার প্রোজেক্ট, কিন্তু রাজ্যে সরকার চাইছে না পশ্চিমবঙ্গের উন্নতি হোক তাই এই প্রোজেক্ট বর্তমানে থমকে আছে।
পূর্বতন রেল বোর্ডের চেয়ারম্যান যিনি আছেন, তার সঙ্গে একাধিকবার কথা হয়েছে। মাত্র কয়েকশো মিটার জন্য জমি জটে আটকে আছে। লোকাল কিছু রাজনৈতিক সদস্য তারা এটাকে আটকে রেখেছে। আগে তৎকালীন রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী থাকা কালীন এই সমস্যাটাকে ধরে রেখেছিলেন। তারা তৎকালীন সময়ে বলেছিলেন যে রেল হলে চাকরি পাবে। ফলে দেখা যাচ্ছে অনেক মানুষ জমি কিনেছেন। রেল কে যদি এত মানুষ কে চাকরি দিতে হয় এবং ক্ষতিপূরণ দিতে হয় তাহলে কয়েক শো কোটি টাকা রেলকে দায়ভার খরচ হতে পারে।
advertisement
advertisement
আগামী দিনে পরিবারগুলির সাথে কথা বলে সমস্যা সমাধান হবে। আগামী দিনে রেল হলে উত্তরবঙ্গ সাথে কলকাতা তিন ঘণ্টা সময় কম হবে। আগামী দিনে কথা বলে সমস্যার সমাধান করা হবে বলে জানান সুকান্ত মজুমদার। অন্যদিকে, নসীপুর জঙ্গলি কালীবাড়ি মন্দিরে পূজো দিয়েছেন রাজ্যের বিজেপি সভাপতি ডাঃ সুকান্ত মজুমদার।
advertisement
নসীপুর রেল ব্রিজ নিয়ে আগে পরিদর্শন করেছেন সাংসদ অধীর চৌধুরী। রেল জমি জট কাটাতে পরিদর্শন করে অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরা। পাশাপাশি আগামী নভেম্বর মাস থেকেই কাজ শুরু হবে রেল দফতর সূত্রে জানা গিয়েছে। ২০০৪ সালে এই রেল ব্রিজ নির্মাণের কাজ শুরু হয় ৪৬.৭০ কোটি টাকায়। কিন্তু কাজ শুরু হলেও পরে মাত্র ৪৬২ মিটার জমি নিয়ে জট শুরু হয়।
advertisement
২০১০ সালে এই রেল ব্রিজের উপর দিয়ে ট্রেন চলাচল শুরু করার কথা থাকলেও জমি-জটের কারণে তা আটকে যায়। এই রেল ব্রিজ তৈরি হয়ে গেলে উত্তরবঙ্গগামী ট্রেনগুলিকে বর্ধমান হয়ে ঘুরে যেতে হবে না। হাওড়া অথবা শিয়ালদহ থেকে বহরমপুর, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ হয়ে সোজাসুজি পৌঁছে যাওয়া যাবে উত্তরবঙ্গে। এক্ষেত্রে দূরত্ব কমবে প্রায় ১১৩ কিলোমিটার।
advertisement
Kaushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Nashipur rail bridge: জমিদাতাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করা হবে দাবি সুকান্ত মজুমদারের 
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement