গত শুক্রবার নিউটাউনে নিজের বাড়িতে ঘরোয়া অনুষ্ঠানে বিজেপি মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে বৈদির মতে বিয়ে করেছেন দিলীপ ঘোষ৷ প্রথা মেনে হয়েছে কয়েন দিয়ে সিঁদুর দান৷ নববধূর মাথায় ঢাকা ছিল লজ্জাবস্ত্র৷ তারপর বিয়ের পরে যুগলে সংবাদ মাধ্যমের সামনে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন দু’জনে৷
advertisement
বিয়ের দিন সকালেই দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, ছিলেন পবন বনশল, লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহারা৷ দলের তরফে দিলীপকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা দলের তরফে৷ দেওয়া হয়েছে উপহারও৷
কিন্তু, এই দলে দেখা যায়নি বর্তমানে বঙ্গ বিজেপির প্রথমসারির নেতা শুভেন্দু অধিকারীকে৷ পরে সংবাদমাধ্যমের তরফে তাঁকে দিলীপ ঘোষের বিষয়ে প্রশ্ন করা হলে জানা যায় তাঁর প্রতিক্রিয়া৷
আরও পড়ুন: বিয়েতে বসার আগেই দিলীপের বাড়িতে মমতার দূত, বিজেপি নেতাকে কী পাঠালেন মুখ্যমন্ত্রী?
প্রতিক্রিয়ায় শুভেন্দু বলেন, ‘‘ওঁর ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু বলতে চাই না৷’’ শুভেচ্ছা জানানোর প্রশ্নে শুভেন্দু বলেন, ‘‘দলের তরফে তো শুভেচ্ছা জানানো হয়েছে, আমি তো দলের বাইরে নই!’’