Abhishek Banerjee on Dilip: ‘ভালবাসার নিজস্ব সময় আছে, নিজস্ব ছন্দ আছে’, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানালেন অভিষেক! জানেন কী লিখলেন? পড়লেই ভাল লাগবে...
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘X’ মিডিয়ায় লিখেছেন, ‘নতুন সূচনার জন্য দিলীপ ঘোষ এবং শ্রীমতি রিঙ্কু মজুমদারকে অভিনন্দন। ভালবাসার নিজস্ব সময় আছে, নিজস্ব ছন্দ আছে। সেই সুন্দর সত্যের দলিল আপনাদের এই এক হওয়া’৷
কলকাতা: শুক্রবার রাতে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সেরেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ৷ ৬১ বছর বয়সে এসে বিয়ে করে ঘরে এনেছেন ৪৭ বছর বয়সি বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারকে৷ গতকালই তাঁর বিবাহ অনুষ্ঠানের আগে ফুলের তোড়া সহ শুভেচ্ছাপত্র পাঠিয়েছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার অত্যন্ত সুন্দর বার্তা লিখে সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষকে তাঁর বিয়ের জন্য শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘X’ মিডিয়ায় লিখেছেন, ‘নতুন সূচনার জন্য দিলীপ ঘোষ এবং শ্রীমতি রিঙ্কু মজুমদারকে অভিনন্দন। ভালবাসার নিজস্ব সময় আছে, নিজস্ব ছন্দ আছে। সেই সুন্দর সত্যের দলিল আপনাদের এই এক হওয়া’৷
advertisement
advertisement
এরপরেই দিলীপ-রিঙ্কুর সুখী দাম্পত্য কামনা করে অভিষেক লেখেন, ‘জীবনের অসামান্য নতুন অধ্যায়ে পা রাখলেন আপনারা। সারাজীবন হাসিখুশি থাকুন, শান্তিতে থাকুন, বেঁধে বেঁধে থাকুন’৷
Warmest congratulations to @DilipGhoshBJP and Smt. Rinku Mazumdar on this beautiful new beginning.
Love has its own timing and its own rhythm and your coming together is a beautiful testament to that truth.
Wishing you both a lifetime of laughter, peace and companionship as…
— Abhishek Banerjee (@abhishekaitc) April 19, 2025
advertisement
১৮ এপ্রিল, শুক্রবার জীবনের এক নতুন অধ্যায়ে পা রেখেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অন্যদিকে, বিয়ের শুভ মুহূর্তের রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে ছিল আর এক বিশেষ দিন—তাঁর জন্মদিন। আর সেই দিনটি বিজেপি নেতা কাটিয়েছেন তাঁর প্রিয় জায়গা, নিউটাউনের ইকো পার্কে।
advertisement
সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে ইকো পার্কের সবুজের মাঝে ঘাম ঝরান দিলীপ ঘোষ। এরপর সঙ্গীদের সঙ্গে উদযাপন করেন জন্মদিন। পার্কের এক কোণে ঘিরে ধরা হল ছোট্ট আসর, যেখানে কেক কাটা হয় জমিয়ে। মিষ্টির তালিকায় ছিল পায়েসও৷ উপস্থিত ছিলেন কয়েকজন ঘনিষ্ঠ অনুগামী, রাজনৈতিক সহযাত্রী এবং শুভাকাঙ্ক্ষীরা। আজ দুপুরেই নববিবাহিতা স্ত্রী রিঙ্কুকে নিয়ে খড়্গপুর যাওয়ার কথা তাঁর৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
April 19, 2025 12:16 PM IST