বিজেপির অন্দরে শোনা যাচ্ছে শমীক ঘনিষ্ঠ দিলিপের দায়িত্ব বাড়তে পারে। এও শোনা যাচ্ছে বঙ্গ বিজেপির সর্বাধিক সফল প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দেওয়া হতে পারে বড় দায়িত্ব। কিন্তু কোথায় দিলীপ ঘোষ? কারণ গত দুমাস ধরে পদ্ম শিবিরের সঙ্গে দিলীপ ঘোষ এর দূরত্ব প্রকাশ্যে এসেছে। গত ৩০এ এপ্রিল দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রীর পাশে বসে আলোচনায় দেখা যায় তাঁকে।
advertisement
৮ বছর পর বাবার রেনকোট পরতে গিয়ে পকেটে হাত, এ কী… যা বেরোল, তা স্বপ্নেও ভাবেননি ছেলে!
এই বিষয়টি যে বিজেপি নেতৃত্বে একেবারেই ভালো চোখে দেখেনি তা স্পষ্ট করেছে তারা। দলের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের দলবদলের জল্পনা নিয়ে এবার মুখ খুললেন শমীক ভট্টাচার্য। বললেন, ”দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর সেখানেই লাগানো হবে।” গত দুদিন আগে নয়া সভাপতি বরণে সায়েন্স সিটির জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দেখা যায়নি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে। ওইদিন দলের কারও মুখে তাঁর নামটুকুও শোনা যায়নি। ফলে এই জল্পনা আরও উসকে উঠেছিল যে তবে কি দল আর দিলীপকে তেমন গুরুত্ব দিচ্ছে না? শনিবার তা স্পষ্ট করে দিলেন শমীক।
প্রাক্তন রাজ্য সভাপতি যে কতটা গুরুত্বপূর্ণ, বুঝিয়ে দিলেন। তাঁর কথায়, ”দিলীপ ঘোষ কোথাও যাননি। উনি কোথাও যাবেনও না। দিলীপ ঘোষ কোনও সেলেবেল কমোডিটি নয়। দল ঠিক সিদ্ধান্ত নেবে। দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর, সেখানেই লাগানো হবে। দিলীপ ঘোষ ছিলেন, আছেন, থাকবেন।” আদি নব্য দ্বন্দ্ব ঘুচিয়ে নতুন পুরনো সকলকে এক হয়ে কাজ করতে হবে এবার তো স্পষ্ট করেছেন বর্তমান রাজ্য সভাপতি। সেই পথে হাঁটতেই এবার দিলীপ ঘোষের গুরুত্ব এবং তার কার্যকারিতা স্মরণ করালেন শমীক ভট্টাচার্য। তবে আগামী দিনে দিলীপ ঘনিষ্ঠ শমীকের সভাপতিত্বের সময়কালে কতখানি গুরুত্ব পায় ব্রাত্য দিলীপ সেটাই দেখার।